Breaking

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সিপি-ভেট_CP-VET ঔষধ পরিচিতি ও ব্যাবহার মাল্টি ভিটামিন

সিপি-ভেট

ক্যালসিয়াম, ফসফরাস এবং মাল্টি ভিটামিন

উপাদান

প্রতিটি গ্রাম পাউডারে রয়েছে এলিম্যান্টাল ক্যালসিয়াম ৪২ মি.গ্রা., এলিম্যান্টাল ফসফরাস ১৫ মি.গ্রা., ভিটামিন বি১২ ১০ মাইক্রোগ্রাম, ভিটামিন সি মি.গ্রা., ভিটামিন ডি৩ ৪০০ আই.ইউ।

ফার্মাকোলজি

ক্যালসিয়াম: হাড় গঠনে, শরীরের স্নায়ু কোষকে উদ্দীপ্ত, পেশী সংকোচন রক্ত জমাট বাধতে সহায়তা করে।

ফসফরাস: হাড় গঠনে, শরীরে অম্ল-ক্ষার ভারসাম্য, প্রোটিন এবং কার্বোহাইড্রেট বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে।

ভিটামিন ডি৩: রক্তে প্লাজমা ক্যালসিয়ামের সঠিক মাত্রা বজায় রাখে।

ভিটামিন সি: টিস্যু মেরামত, কোলাজেন সংশ্লেষণে এবং এন্টিস্ট্রেস ভিটামিন হিসেবে কাজ করে।

নির্দেশনা

সিপি-ভেট পোল্ট্রির ডিম এবং মাংস উৎপাদন বৃদ্ধি, দৈহিক ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন ধরনের পীড়ণ, ডিমের খোলসের নমনীয়তা, ব্রয়লারের সর্বোচ্চ দৈহিক ওজন বৃদ্ধির সময় (৩য় সপ্তাহ থেকে) প্যারোসিস বা প্যারালাইসিস প্রতিরোধ করতে ব্যবহৃত হয়।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

গ্রাম/লিটার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

অথবা, অধিক পীড়ণের ক্ষেত্রে মাত্রা দ্বিগুন করতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

গ্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারক্যালসেমিয়া অথবা হাইপারফসফেটিমিয়া হতে পারে।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

৫০০ গ্রাম স্যাশেট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *