Breaking

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

Renasol AD3E রেনাসল এডি৩ই ভেট এর ব্যবহার



রেনাসল এডি৩ই ভেট 

ভিটামিন ভিটামিন ডি৩ এবং ভিটামিন 

উপাদান

প্রতি মি.লি আছে ভিটামিন  ১০০,০০০ আইইউভিটামিন ডি৩ ২০,০০০ আইইউ  ভিটামিন  ২০মিগ্রা.

ফার্মাকোলজি

ভিটা-এডিই ভেট ভিটামিন ভিটামিন ডি৩ এবং ভিটামিন  এর অভাব জনিত রোগের প্রতিরোধ  চিকিৎসায় ব্যবহৃত হয়।

নির্দেশনা

পোল্ট্রি  গবাদিপশু

• ভিটামিন ভিটামিন ডিএবং ভিটামিন  এর অভাব জনিত রোগের প্রতিরোধ  চিকিৎসায়

• বিপাকীয় শক্তি ত্বরান্বিত করতে

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে

মোটাতাজাকরণদুধমাংস  ডিম উৎপাদন বৃদ্ধিতে

প্রজনন ক্ষমতা বৃদ্ধি  অন্যান্য প্রজনন সমস্যা সমাধানে

নানাবিধ ধকল

• বিভিন্ন জীবাণু  পরজীবিজনিত রোগের চিকিৎসায় নির্দেশিত

প্রয়োগমাত্রা  প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথশুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

হাঁসমোরগ-মুরগি:

রোগ প্রতিরোধে মি.লিপ্রতি  লিটার খাবার পানিতে মিশিয়ে -১০ দিন খাওয়াতে হবে।

• চিকিৎসায় মি.লিপ্রতি  লিটার খাবার পানিতে মিশিয়ে  দিন খাওয়াতে হবে।

গরুমহিষবাছুরভেড়া- মি.লিপ্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য-১০ দিন খাওয়াতে হবে। ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। অথবারেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথেঅনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার  অন্যান্যের সাথেজানা যায়নি।

গর্ভবতী  দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা  সাবধানতা

সলিউশনের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর বোটলের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।

প্রত্যাহারকাল

ডিমমাংস (শূন্যদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *