বোলাস ও ডব্লিউএসপি
ফাস্ট-ভেট
প্যারাসিটামল
উপাদান
বোলাস:প্রতিটি বোলাসে আছে প্যারাসিটামল
বিপি ২ গ্রাম।
ডব্লিউএসপি: প্রতি গ্রামে আছে প্যারাসিটামল
বিপি ৫০০ মি. গ্রা.।
ফার্মাকোলজি
প্যারাসিটামল একটি জ্বর ও ব্যথা নাশক, যা
সাইক্লোঅক্সিজিনেজ এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণে বাধা
প্রদান করে।
নির্দেশনা
পোল্ট্রি:জ্বর ও ব্যথায় (টিকা প্রদান, ঠোঁট
কাটা, আঘাত, সংক্রামক রোগ ইত্যাদি ক্ষেত্রে সৃষ্ট ব্যথা) নির্দেশিত।
গবাদি পশু: জ্বর, ব্যথা (আঘাত, আন্ত্রিক
প্রদাহ, প্রসবজনিত, অস্ত্রোপচার ইত্যাদি কারণে সৃষ্ট ব্যথা) এবং আঘাত, ইনজুরি, আগুনে
পোড়াজনিত পেশী ফুলে যাওয়া বা যেকোন সংক্রামক রোগের ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার্য।
প্রয়োগমাত্রা
ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর
জন্য।
ডব্লিউএসপি
-
পোল্ট্রি: ১ গ্রাম/২-৩ লিটার খাবার পানিতে
মিশিয়ে দিনে ২-৩ বার করে ৪-৫ দিন খাওয়াতে হবে।
গবাদি পশু: ৪ গ্রাম/১৩০-১৪০ কেজি দৈহিক
ওজনের জন্য দিনে ৩ বার করে খাওয়াতে হবে।
বোলাস-
গবাদি পশু: ১টি বোলাস/১৩০-১৪০ কেজি দৈহিক
ওজনের জন্য (১৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে) দিনে ৩ বার খাওয়াতে হবে।
পোল্ট্রি: ১টি বোলাস/১০ লিটার খাবার পানির
সাথে মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার করে ৪ থেকে ৫ দিন খাওয়াতে হবে।
অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ
অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের
মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অন্যান্য নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি
এবং নেফ্রোটক্সিক ড্রাগস এর সাথে একত্রে ব্যবহারে কিডনির সমস্যা দেখা দিতে পারে। খাবার
ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী
ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্যারাসিটামল গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে
ব্যবহার করা যেতে পারে। তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে
প্রয়োগ করা উচিত।
সতর্কতা
ও সাবধানতা
পরিপাকতন্ত্রে আলসার বা রক্তপাতের সম্ভাবনা
আছে এমন পোল্ট্রি ও গবাদি পশুতে ব্যবহার করা উচিত নয়। তাছাড়া প্যারাসিটামল বিড়ালে কোনমাত্রাতেই
ব্যবহার করা উচিত নয়।
মাত্রাধিক্য
তীব্র মাত্রাধিক্যের কারণে বৃক্ক ও যকৃতে
সমস্যা হতে পারে। লক্ষণজনিত ও সহযোগী চিকিৎসা নির্দেশিত। প্রয়োজনে অ্যাসিটাইলসিস্টিন
দিয়ে চিকিৎসা করাতে হবে।
প্রত্যাহারকাল
মাংস, দুধ ও ডিম- জানা যায়নি।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে
তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
বোলাস: প্রতিটি বাক্সে ১৫০৪টি বোলাস ব্লিস্টার
স্ট্রিপে সরবরাহ করা হয়।
ডব্লিউএসপি: ১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন