এস সি জেড ভেট
সালফাক্লোজাইন সোডিয়াম মনোহাইড্রেট
উপাদান
প্রতি ১০ গ্রাম পাউডার এ রয়েছে সালফাক্লোজাইন সোডিয়াম (মনোহাইড্রেট) আইএনএন ৩ গ্রাম।
ফার্মাকোলজি
বিস্তৃত বর্ণালীর সালফোনামাইড যা প্যারা অ্যামিনোবেনজয়িক অ্যাসিড (PABA) থেকে ফলিক অ্যাসিড (ফলিক অ্যাসিড বিরোধী) রূপান্তরকে বাধা প্রদান করে।
নির্দেশনা
হাঁস-মুরগির সকল ধরনের কক্সিডিওসিস (রক্ত আমাশয়), ফাউল কলেরা ও ফাউল টাইফয়েড রোগের নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
চিকিৎসায়
ব্রয়লার/লেয়ার: যে কোন বয়সের জন্য ১.৫-২.০ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে। তীব্ররোগে, ২.৫ গ্রাম/ লিটার পানিতে অথবা ২.০-২.৫ গ্রাম/ কেজি খাদ্যে মিশিয়ে খাওয়াতে হবে।
নিয়ন্ত্রণে
ব্রয়লার: যে কোন বয়সের জন্য ১.৫-২.০ গ্রাম / লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে। তীব্ররোগে, ২.৫ গ্রাম/ লিটার পানিতে অথবা ২.০-২.৫ গ্রাম / কেজি খাদ্যে মিশিয়ে খাওয়াতে হবে।
লেয়ার: ৩য় সপ্তাহ বয়সে ১ম বার ও ৫ম সপ্তাহ বয়সে ২য় বার এবং ডিম পাড়া শুরুর সাথে সাথে ৩য় বার ১ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে পরপর ৩ দিন খাওয়াতে
হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। ১ মি.লি./১-২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে। অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: জানা যায়নি।
খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
ব্যবহারের পর খোলা স্যাশেট ভাল করে বন্ধ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করবেন। চিকিৎসা চলাকালীন সময়ে ঔষধ মিশ্রিত পানি ছাড়া অন্য কোন পানি মোরগ-মুরগীকে খাওয়ানো যাবে না।
মাত্রাধিক্য
জানা যায়নি।
মাংস- এই ঔষধ সেবনের পর ৩ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম- এই ঔষধ সেবনের পর ৪ দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।
প্রত্যাহারকাল
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০ গ্রাম ও ১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন