Breaking

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

গ্লুকোলাইট ভেট_GLUCOLYTE Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

প্রিমিক্স

গ্লুকোলাইট ভেট

ইলেক্ট্রোলাইটস

উপাদান

প্রতি ২৫ গ্রামে আছে সোডিয়াম বাইকার্বোনেট বিপি ১২. গ্রাম, সোডিয়াম ক্লোরাইড বিপি .৬৫ গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড বিপি .২৫ গ্রাম, ভিটামিন বিপি ৫০,০০০ আইইউ, গ্লুকোজ অ্যানহাইড্রাস বিপি . গ্রাম।

ফার্মাকোলজি

গ্লুকোলাইট ভেট ডায়রিয়া, ডিহাইড্রেশন, বাছুরের সাদা উদরাময়, মেটাবলিক এসিডোসিস প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার্য।

নির্দেশনা

গরু, বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া পোল্ট্রি:

ডায়রিয়া, ডিহাইড্রেশন, বাছুরের সাদা উদরাময়, মেটাবলিক এসিডোসিস প্রতিরোধ চিকিৎসায়

শরীরে অসে-ক্ষারের সমতা বজায় রাখতে

# ক্ষুধামান্দ্য, দুর্বলতা এবং অবসাদগ্রস্থতা দূর করতে

* পরিবহণ, আবহওয়া পরিবর্তন, টিকা প্রদান ইত্যাদিজনিত ধকল প্রতিরোধে

এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষধ দিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে সহযোগী হিসেবে

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

পশুখাদ্যে/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

পানিতে: .২৫ গ্রাম/লিটার খাবার পানিতে বা ২৫ গ্রাম/২০ লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

খাবারের সাথে:: ২৫ গ্রাম/ কেজি খাবারের সাথে বা কেজি/৩২০ কেজি খাবারের সাথে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

প্রিমিক্স শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম, ৫০০ গ্রাম এবং কেজি স্যাশেট।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *