প্রিমিক্স
গ্লুকোলাইট ভেট
ইলেক্ট্রোলাইটস
উপাদান
প্রতি ২৫ গ্রামে আছে সোডিয়াম বাইকার্বোনেট বিপি ১২.৫ গ্রাম, সোডিয়াম ক্লোরাইড বিপি ৬.৬৫ গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড বিপি ১.২৫ গ্রাম, ভিটামিন এ বিপি ৫০,০০০ আইইউ, গ্লুকোজ অ্যানহাইড্রাস বিপি ৪.৫ গ্রাম।
ফার্মাকোলজি
গ্লুকোলাইট ভেট ডায়রিয়া, ডিহাইড্রেশন, বাছুরের সাদা উদরাময়, মেটাবলিক এসিডোসিস প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার্য।
নির্দেশনা
গরু, বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া ও পোল্ট্রি:
■ ডায়রিয়া, ডিহাইড্রেশন, বাছুরের সাদা উদরাময়, মেটাবলিক এসিডোসিস প্রতিরোধ ও চিকিৎসায়
■ শরীরে অসে-ক্ষারের সমতা বজায় রাখতে
# ক্ষুধামান্দ্য, দুর্বলতা এবং অবসাদগ্রস্থতা
দূর করতে
* পরিবহণ, আবহওয়া পরিবর্তন, টিকা প্রদান ইত্যাদিজনিত ধকল প্রতিরোধে
■ এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষধ দিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে সহযোগী হিসেবে
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
পশুখাদ্যে/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পানিতে: ১.২৫ গ্রাম/লিটার খাবার পানিতে বা ২৫ গ্রাম/২০ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
খাবারের সাথে:: ২৫ গ্রাম/৮ কেজি খাবারের সাথে বা ১ কেজি/৩২০ কেজি খাবারের সাথে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।
খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
প্রিমিক্স শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কেজি স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন