Breaking

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

A-Mectin Vet_ এ-মেকটিন ভেট ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন

 এ-মেকটিন ভেট

আইভারমেকটিন বিপি

উপাদান

প্রতি মি.লি.-এ আছে আইভারমেকটিন বিপি ১০ মি.গ্রা.।

ফার্মাকোলজি

আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) বহিঃকৃমি ও গোলকৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ইহা সকল বয়সী অধিকাংশ কৃমির বিরুদ্ধে কার্যকর। আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) পরজীবীর মাংসপেশী ও স্নায়ুর হাইপারপোলারাইজেশন ঘটায়, ফলে পরজীবী প্যারালাইসিস হয়ে মারা যায়।

নির্দেশনা

পোল্ট্রি: আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) বহিঃপরজীবী যেমন: মাইট, উকুন, আঠালী, ফ্লী ইত্যাদি এবং কিছু গোলকৃমি, যেমন: এসকারিডিয়া গালি, হেটারাকিস্ গালিনেরাম, কুপারিয়া প্র. ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত।

গরু, ছাগল/ভেড়া: বহিঃপরজীবী যেমন: আঠালী, মাইট, উকুন, ফ্লী ইত্যাদি এবং কিছু গোলকৃমি দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

পোল্ট্রি: .০২-.০৪ মি.লি./কেজি দৈহিক ওজনের জন্য (.-. মি.গ্রা./কেজি) তবে ১০-১৪ দিন পর পুনরায় একই মাত্রায় প্রয়োগ করতে হতে পারে।

কবুতর: মি.লি./লিটার খাবার পানিতে।

• • গরু, ছাগল/ভেড়া: মি.লি./৫০ কেজি দৈহিক ওজনের জন্য। তবে ১৪-২৮ দিন পর পুনরায় একই মাত্রায় প্রয়োগ করতে হতে পারে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: লিভামিসল এর সাথে একত্রে আইভারমেকটিন ব্যবহারে বায়োঅ্যাভেইল্যাবিলিটি বৃদ্ধি পেতে পারে। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

গর্ভবতী পশুতে ব্যবহার করা যেতে পারে। তবে ঝুঁকি প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী পশুতে ঔষধ প্রয়োগ করা উচিত।

সতর্কতা সাবধানতা

ঔষধটি ব্যবহারের পর হাত ভালভাবে ধৌত করতে হবে।

মাত্রাধিক্য

আইভারমেকটিন গরুতে নির্ধারিত মাত্রার চেয়ে ৩০ গুন পর্যন্ত নিরাপদ।

প্রত্যাহারকাল

পোল্ট্রি: মাংস- দিন। ডিম- দিন।

গরু: মাংস- ১৪ দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি. ৫০০ মি.লি. বোতল।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *