ওরাল সলিউশন
এ-মেকটিন ভেট
আইভারমেকটিন বিপি
উপাদান
প্রতি মি.লি.-এ আছে আইভারমেকটিন বিপি ১০
মি.গ্রা.।
ফার্মাকোলজি
আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) বহিঃকৃমি ও
গোলকৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ইহা সকল বয়সী অধিকাংশ কৃমির বিরুদ্ধে কার্যকর।
আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) পরজীবীর মাংসপেশী ও স্নায়ুর হাইপারপোলারাইজেশন ঘটায়, ফলে
পরজীবী প্যারালাইসিস হয়ে মারা যায়।
নির্দেশনা
পোল্ট্রি: আইভারমেকটিন (এ-মেকটিন ভেট) বহিঃপরজীবী
যেমন: মাইট, উকুন, আঠালী, ফ্লী ইত্যাদি এবং কিছু গোলকৃমি, যেমন: এসকারিডিয়া গালি, হেটারাকিস্
গালিনেরাম, কুপারিয়া প্র. ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত।
গরু, ছাগল/ভেড়া: বহিঃপরজীবী যেমন: আঠালী,
মাইট, উকুন, ফ্লী ইত্যাদি এবং কিছু গোলকৃমি দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
• পোল্ট্রি: ০.০২-০.০৪ মি.লি./কেজি দৈহিক ওজনের জন্য (০.২-০.৪ মি.গ্রা./কেজি)। তবে ১০-১৪ দিন পর পুনরায় একই মাত্রায় প্রয়োগ করতে হতে পারে।
কবুতর: ১ মি.লি./লিটার খাবার পানিতে।
• • গরু, ছাগল/ভেড়া: ১ মি.লি./৫০ কেজি দৈহিক ওজনের জন্য। তবে ১৪-২৮ দিন পর পুনরায় একই মাত্রায় প্রয়োগ করতে হতে পারে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: লিভামিসল এর সাথে একত্রে আইভারমেকটিন ব্যবহারে বায়োঅ্যাভেইল্যাবিলিটি বৃদ্ধি পেতে পারে। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী পশুতে ব্যবহার করা যেতে পারে। তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী পশুতে ঔষধ প্রয়োগ করা উচিত।
সতর্কতা ও সাবধানতা
ঔষধটি ব্যবহারের পর হাত ভালভাবে ধৌত করতে হবে।
মাত্রাধিক্য
আইভারমেকটিন গরুতে নির্ধারিত মাত্রার চেয়ে ৩০ গুন পর্যন্ত নিরাপদ।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- ৮ দিন। ডিম- ৭ দিন।
গরু: মাংস- ১৪ দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি. ও ৫০০ মি.লি. বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন