Breaking

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

Eramax Vet এবং Micronid (vet) মাইক্রোনিড ভেট এর কাজ কি ?

Eramax Vet এবং Micronid (vet)

বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় যেমন পোলুরাম রোগ, ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, কোলিব্যাসিলোসিস, সেপ্টিসেমিয়া, নেক্রোটিক এন্টারাইটিস, অনির্দিষ্ট এন্টারাইটিস; শ্বাসতন্ত্রের রোগ (CRD, bronchopneumonia), মূত্র যৌনাঙ্গের রোগ এবং coccidiosis Micronid Vet বিশেষভাবে নির্দেশিত হয় যখন প্রতিরোধের সমস্যার কারণে অন্যান্য অ্যান্টিবায়োটিক এবং কেমোথেরাপিউটিক ব্যর্থ হয়। বাছুর এবং বাচ্চা: ERAPRIM Vet শ্বাসযন্ত্র এবং গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ট্র্যাক্ট ইনফেকশন যেমন ব্রঙ্কোপনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, এন্টারাইটিস এবং স্কুরের ক্ষেত্রে নির্দেশিত হয়। মাছ: Micronid Vet মাছের গ্রাম-পজিটিভ কোকি সংক্রমণে নির্দেশিত হয়।

প্রয়োগ: মুরগির ঠান্ডা , সাধারন চুনা পায়খানা , ঝিমানো , চোখ ফোলা রোগের চিকিৎসায় ব্যাবহার করা হয়। 

বিশেষ সতর্কতা : যে কোন ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *