পানিতে দ্রবণীয় পাউডার
কক্সি-অফ ভেট
অ্যাস্ট্রোলিয়াম ইউএসপি, সালফাকুইনোক্সালিন ও ভিটামিন কে ইউএসপি
উপাদান
প্রতি গ্রামে আছে অ্যাম্প্রোলিয়াম ইউএসপি ১০২ মি.গ্রা. সালফাকুইনোক্সালিন সোডিয়াম ১০২ মি.গ্রা ও ভিটামিন কে ইউএসপি ০.১ মি.গ্রা.।
ফার্মাকোলজি
অ্যাম্প্রোলিয়াম থায়ামিনের প্রতিদ্ব›দ্বী হিসেবে কাজ করে। থায়ামিন কক্সিডিয়ার বংশ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। অ্যাম্প্রোলিয়াম কক্সিডিয়া কর্তৃক থায়ামিন গ্রহণে বাধা প্রদান করে। ইহা প্রাথমিকভাবে কক্সিডিয়ার সাইজন্ট দশার উপর কাজ করে সাইজন্টকে মেরোজোয়াইটে রূপান্তরিত হতে বাধা দেয়। এছাড়া অ্যাম্প্রোলিয়াম কক্সিডিয়ার যৌনচক্র এবং উসিস্ট স্পোরুলেশনেও বাধা প্রদান করে। সালফাকুইনোক্সালিন জীবাণুর ফলিক এসিড সংশ্লেষণে বাধা প্রদান করে। ফলে জীবাণুর বংশ বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন-কে রক্তপাত প্রতিরোধক। রক্ত জমাট বাধার জন্য দায়ী প্রোটিনসমূহ ভিটামিন-কে এর প্রভাবে কার্যকর হয় এবং রক্ত জমাট বাধে। ফলে রক্তক্ষরণ বন্ধ হয়।
নির্দেশনা
পোল্ট্রি: তীব্র ও অতি তীব্র প্রকৃতির কক্সিডিওসিস (রক্ত আমাশয়) গবাদি পশু (বাছুর/ছাগল/ভেড়া): কক্সিডিওসিস (রক্ত আমাশয়)।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পোল্ট্রি:প্রতিরোধ- ১ গ্রাম/২ লিটার খাবার পানিতে ৭ দিন। চিকিৎসায়- ১ গ্রাম/লিটার খাবার পানিতে ৫-৭ দিন।
বাছুর, ভেড়া ও ছাগল: ১.৫ গ্রাম/১০-১৫ কেজি দৈহিক ওজনের জন্য পানি বা দুধে মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অ্যাম্প্রোলিয়ামের সাথে একত্রে বেশী মাত্রায় থায়ামিন ব্যবহার করলে অ্যাম্প্রোলিয়ামের কার্যকারিতা হ্রাস পেতে পারে।
খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
জানা যায়নি।
সতর্কতা ও সাবধানতা
জানা যায়নি।
মাত্রাধিক্য
মাত্রাধিক ব্যবহারে থায়ামিন এর অভাব দেখা দিতে পারে।
প্রত্যাহারকাল
মাংস- এই ঔষধ সেবনের পর ১০ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম- এই ঔষধ সেবনের পর ১০ দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম ও ৫০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন