Breaking

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

PROZYME VET_প্রোজাইম ভেট ঔষধ পরিচিতি ও ব্যাবহার (মাল্টিভিটামিন)

ডব্লিউএসপি

প্রোজাইম ভেট

প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, ভিটামিন মিনারেল

উপাদান

প্রতি গ্রামে আছে ব্যাসিলাস সাবটিলিস ১দ্ধ১০৯ সিএফইউ, ল্যাক্টোব্যাসিলাস এসিডোফিলাস ৪দ্ধ১০৮ সিএফইউ, পেডিওকক্কাস এসিডিল্যাকটিসি ১৯১০৮ সিএফইউ, স্যাকারোমাইসেস সেরিভিসি ১দ্ধ১০৮ সিএফইউ, স্ট্রেপটোমাইসেস প্র. ৫ী১০৭ সিএফইউ, প্রোটিয়েজ ১০০০ ইউনিট, অ্যামাইলেজ ১০০০০ ইউনিট, সেলুলোজ ৫০ ইউনিট, ভিটামিন ১০০০০ আইইউ, ভিটামিন ডি ১০০০ আইইউ, ভিটামিন ২০ আইইউ, ভিটামিন বি, মি.গ্রা., ভিটামিন বি২ মি.গ্রা., নিয়াসিন মি.গ্রা., প্যান্টোথেনিক এসিড ১০ মি.গ্রা., ভিটামিন বি৬ মি.গ্রা., ভিটামিন বি১২ মি.গ্রা., আয়রণ .০৬ মি.গ্রা., ম্যাঙ্গানিজ .০৩ মি.গ্রা.. জিঙ্ক .০১ মি.গ্রা., কপার .০৩ মি.গ্রা., মাল্টোডেক্সট্রিন ২৫ মি.গ্রা., অলিগোফ্রুক্টোজ ৫০ মি.গ্রা. এবং বায়োপেপটাইড ২০ মি.গ্রা.

ফার্মাকোলজি

প্রোজাইম ভেট জাপানি প্রযুক্তিতে প্রস্তুতকৃত প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ডাইজেস্টিভ এনজাইম, ভিটামিন মিনারেলের একটি সুষম সমন্বয়। এটি অস্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া, যেমন- সালমোনেলা, . কলাই ইত্যাদি কলনাইজেশন বংশ বৃদ্ধিতে বাধা প্রদান এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পোল্ট্রির সুস্বাস্থ্য নিশ্চিত করে। ব্যাসিলাস সাবটিলিস কর্তৃক সৃষ্ট এনজাইম কক্সিডিয়া উসিস্টের কোষ প্রাচীর ধ্বংস করে দেয়। ফলে এটি কক্সিডিওসিস প্রতিরোধেও ভূমিকা রাখে। প্রোজাইম ভেট অস্ত্রের ডিলাসের উচ্চতা বৃদ্ধিতেও সহায়তা করে। এটি হজমশক্তি বৃদ্ধি, খাদ্য রূপান্তর হার উন্নীতকরণ এবং মাংস /অথবা ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

নির্দেশনা

অস্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কলনাইজেশন বংশ বৃদ্ধি প্রদান এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে, রোগের প্রকোপ হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, আন্ত্রিক পরিবেশ উন্নত করে, আন্ত্রিক ভিলাসের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। ফলে পুষ্টি ক্ষমতা বৃদ্ধি পায়, হজমশক্তি বৃদ্ধি খাদ্য রূপান্তর হার উন্নীত করে, মৃত্যুহার হ্রাস করে, অ্যামোনিয়া হ্রাস করে, দৈহিক ওজন, মাংস এবং / অথবা ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি: পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য।

ব্রয়লার পুলেট: - গ্রাম প্রতি লিটার খাবার পানি বা প্রতি কেজি খাবারে মিশিয়ে - দিন খাওয়াতে হবে এবং প্রয়োজনে পুনরায় প্রয়োগ করতে হবে।

ডিম পাড়া মুরগী: .- গ্রাম প্রতি লিটার খাবার পানি বা প্রতি কেজি খাবারে মিশিয়ে - দিন খাওয়াতে হবে। ভাল ফল পেতে প্রতি মাসে দিন খাওয়ানো উত্তম। অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

মাছ চিংড়ি: .- গ্রাম/কেজি খাবারে মিশিয়ে খাওয়াতে হবে। অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

সাধারণত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

জানা যায়নি।

সতর্কতা সাবধানতা

প্রোজাইম ভেট অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহার করা যাবে না। তবে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয়, তাহলে শেষ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ২৪ ঘন্টা পর ব্যবহার করতে হবে।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম, ৫০০ গ্রাম কেজি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *