Breaking

সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ইরাপ্লাস ভেট_Eraplus Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

পানিতে দ্রবণীয় পাউডার

ইরাপ্লাস ভেট

ইরাইথ্রোমাইসিন স্টিয়ারেট ইউএসপি, নিওমাইসিন সালফেট বিপি, সালফাডিমিডিন বিপি, ট্রাইমিথোপ্রিম বিপি ব্রোেমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি

উপাদান

প্রতি গ্রাম রয়েছে ইরাইথ্রোমাইসিন (ইরাইথ্রোমাইসিন স্টিয়ারেট ইউএসপি হিসেবে) ২৫ মি.গ্রা., নিওমাইসিন (নিওমাইসিন সালফেট বিপি হিসেবে) ৩৫ মি.গ্রা., সালফাডিমিডিন বিপি ১০০ মি.গ্রা., ট্রাইমিথোপ্রিম বিপি ১৮ মি.গ্রা. ব্রোমহেক্সিন (ব্রোেমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে) . মি.গ্রা.

ফার্মাকোলজি

ইরাইথ্রোমাইসিন ম্যাক্রোলাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়ার রাইবোসোমের ৫০এস সাবইউনিটের সাথে যুক্ত হয় নিওমাইসিন অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়ার রাইবোসোমের ৩০এস সাবইউনিটের সাথে যুক্ত হয় এবং উভয়ই ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে। সালফাডিমিডিন প্যারা অ্যামাইনোবেনজয়িক এসিড (পাবা) থেকে ডাইহাইড্রোফলিক এসিড সংশ্লেষণে বাধা প্রদান করে ট্রাইমিথোপ্রিম ডাইহাইড্রোফলিক এসিড থেকে টেট্রাহাইড্রোফলিক এসিড সংশ্লেষণে বাধা প্রদান করে এবং উভয়ই ব্যাকটেরিয়ার নিউক্লিয়িক এসিড সংশ্লেষণে বাধা প্রদান করে। ব্রোমহেক্সিন মিউকোপলিস্যাকারাইড ফাইবারের গঠন ভেঙ্গে দেয়ার মাধ্যমে মিউকাসকে পাতলা করে দেয় এবং সিলিয়ারি ক্রিয়ার মাধ্যমে মিউকাস বের করে দিতে সহায়তা করে।

নির্দেশনা

ইরাপ্লাস ভেট পোল্ট্রির সিআরডি, সিসিআরডি, ব্রঙ্কোনিউমোনিয়া, সংক্রামক করাইজা, কলিব্যাসিলোসিস, ফাউল কলেরা, সালমোনেলোসিস, ডায়রিয়া, অ্যান্টারাইটিস, স্ট্যাফাইলোকক্কাল সংক্রমণ ইত্যাদি প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

পশুখাদ্যে/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

পোল্ট্রি-

প্রতিরোধ: গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে প্রতিমাসে - দিন খাওয়াতে হবে।

চিকিৎসা: গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে এই সংমিশ্রণটি ওরাল পেনিসিলিন ভিটামিন কে এর সাথে একত্রে ব্যবহার করলে ওরাল পেনিসিলিন ভিটামিন কে এর শোষণ কমে যেতে পারে। এই সংমিশ্রণটি ক্লোরামফেনিকল, লিনকোমাইসিন, ক্লিনডামাইসিন এজল অ্যান্টিফাংগাল ঔষধের সাথে একত্রে ব্যবহার করা উচিত নয়। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

যকৃত বৃক্কে সমস্যা আছে এমন পোল্ট্রিতে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। খরগোস, গিনিপিগ হ্যামস্টার ব্যবহার করা যাবে না। ওরাল অ্যামাইনোগ্লাইকোসাইড দীর্ঘদিন ব্যবহারে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সুপারইনফেকশন হতে পারে।

মাত্রাধিক্য

নির্দেশিত মাত্রায় সাধারণত সহনীয়। তবে, তীব্র মাত্রাধিক্যের কারণে পরিপাকতন্ত্রে, স্নায়ুতন্ত্রে অস্থিমজ্জায় পীড়া এবং মুখ ফুলে যাওয়া হতে পারে।

প্রত্যাহারকাল

মাংস- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০ গ্রাম ১০০ গ্রাম স্যাশেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *