Breaking

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ডাইলোরেস ভেট_DILORES VET ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ডাইলোরেস ভেট

ব্রঙ্কোডাইলেটর

উপাদান

প্রতি ১০০ মি. লি. রয়েছে ইউক্যালিপটাস অয়েল ২০ মি. লি., মিন্ট অয়েল ২০ মি. লি., থাইম অয়েল ২০ মি. লি., মেন্থল ১০ মি. লি., ক্যামফোর মি. লি., অসিমাম স্যাঙ্কটাম মি. লি., সরবিটল ১৬ মি. লি.

ফার্মাকোলজি

ডাইলোরেস ভেট এসেনশিয়াল অয়েল সমৃদ্ধ কফ নিঃসারক যা জমাট বাধা ঘন কফ অধিকতর তরল করে বের করতে সহায়তা করে।

নির্দেশনা

শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ (শ্বাসকষ্ট, কাশি, হাচি, ঘ্রাণ), মাইকোপ্লাজমোসিস, সিআরডি, সিসিআরডি, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ফাউল কলেরা, ইনফেকশাস করাইজা, ব্রুডার নিউমোনিয়া রোগের সহযোগী চিকিৎসায় এবং শ্লেষ্মা নির্গমন বাড়াতে, ধকল জনিত ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

পশু/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য: মি. লি./ - লিটার পানিতে মিশিয়ে - দিন।

ক্রনিক ক্ষেত্রে: মি. লি./ লিটার পানিতে

স্প্রে: মি. লি./ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

গবাদি পশু:

বড় প্রাণী: ৩০ মি. লি. দিনে বার - দিন।

ছোট প্রাণী: ২০ মি. লি. দিনে বার - দিন।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

সলিউশনের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর বোটলের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি., ৫০০ মি.লি. বোতল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *