Amflor Vet এমফ্লোর ভেট
ফ্লোরফেনিকল আইএনএন
উপাদান
পপ্রতি মি.লি. এ রয়েছে ফ্লোরফেনিকল আইএনএন
২০০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
ফ্লোরফেনিকল একটি বহুবিধ কার্যক্ষমতা সম্পন্ন সিন্থেটিক অ্যান্টিবায়োটিক, যা বেশিরভাগ গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ফ্লোরফেনিকল, একটি ফ্লোরিনেটেড ক্লোরামফেনিকল গ্রæপের অ্যান্টিবায়োটিক, যা ৫০এস রাইবোসোমের সাবইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করার মাধ্যমে কাজ করে।
নির্দেশনা
পোল্ট্রি: ফ্লোরফেনিকল (এমফ্লোর ভেট) পোল্ট্রির পরিপাকতন্ত্র ও শ^াসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, যেমন- কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল কলেরা ও মাইকোপ্লাজমোসিস ইত্যাদি চিকিৎসায় নির্দেশিত।
শূকর: ফ্লোরফেনিকল (এমফ্লোর ভেট) শূকরের অ্যাক্টিনোব্যাসিলাস প্র., সালমোনেলা প্র., ই. কলাই, পাঙ্গুরেলা প্র. ও স্ট্রেপ্টোকক্কাস প্র. ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
• পোল্ট্রি: ১ মি.লি./২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন (২০-৩০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন) খাওয়াতে হবে।
• শূকর: ১ মি.লি./২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৫ দিন (২০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন) খাওয়াতে হবে।
• অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: ফ্লোরফেনিকল পেনিসিলিন, অ্যামাইনোগঞ্জ াইকোসাইড, ইরাইথ্রোমাইসিন, ক্লিনডামাইসিন, লিনকোমাইসিন ও টাইলোসিন এর কার্যকারিতা হ্রাস করতে পারে। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
পগর্ভবতী ও দুগ্ধদানকারী শূকরে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা ও সাবধানতা
রেজিস্ট্যান্সের ঝুঁকি হ্রাস করতে নির্ধারিত মাত্রায় ব্যবহার করা উচিত। ফ্লোরফেনিকল মানুষের খাওয়ার জন্য ডিম উৎপাদনকারী মুরগিতে ব্যবহার করা উচিত নয়।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- ৬ দিন। শূকর: মাংস- ৮ দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১৫ মি.লি., ১০০ মি.লি. ও ৫০০ মি.লি. বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন