পানিতে দ্রবণীয় পাউডার
ইরাপ্রিম ভেট
ইরাইথ্রোমাইসিন থায়োসায়ানেট, সালফাডায়াজিন বিপি ও ট্রাইমেথোপ্রিম বিপি
উপাদান
প্রতি গ্রাম এ রয়েছে ইরাইথ্রোমাইসিন থায়োসায়ানেট আইএনএন ১৮০ মি.গ্রা., সালফাডায়াজিন বিপি ১৫০ মি.গ্রা. ও ট্রাইমেথোপ্রিম বিপি ৩০ মি.গ্রা।
ফার্মাকোলজি
ইরাইথ্রোমাইসিন: ইরাইথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার ৫০এস রাইবোসোমাল সাবইউনিট এর সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়। ট্রাইমেথোপ্রিম এবং সালফাডায়াজিন: ট্রাইমেথোপ্রিম ও সালফাডায়াজিন একত্রে ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে।
নির্দেশনা
পোল্ট্রি:
• পুলোরাম ডিজিজ, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, কলিব্যাসিলোসিস, সেপ্টিসেমিয়া, নেক্রোটিক অ্যান্টারাইটিস
• শ্বাসতন্ত্রের রোগ, যেমন- সি.আর.ডি, ইনফেকশাস করাইজা, ব্রঙ্কোনিউমোনিয়া এবং মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ এবং কক্সিডিয়া বা রক্ত আমাশয়
বাছুর ও ঘোড়ার শাবক
বাছুর ও ঘোড়ার শাবকের শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের সংক্রমণজনিত রোগ, যেমন- ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এন্টারাইটিস, সাদা উদারাময় (কাফ স্কাউর) রোগের চিকিৎসায় ব্যবহার্য
মাছ
গ্রাম-পজিটিভ কক্কাই জাতীয় ব্যাকটেরিয়াজনিত মাছের সংক্রমণের চিকিৎসায় ইরাপ্রিম ভেট ব্যবহার করা যায়।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পোল্ট্রি: ০.৫-১.০ গ্রাম/লিটার পানির সাথে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।
বাছুর ও ঘোড়ার শাবক:: ৭.৫ গ্রাম/৫০ কেজি দৈহিক ওজনের জন্য পানির সাথে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।
অথবা রোেজস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
মাছ: ১ গ্রাম/১০ কেজি দৈহিক ওজনের জন্য পানির সাথে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।
অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: এই সংমিশ্রণটি বারবার মেক্রোলিড এন্টিবায়োটিক, ক্লোরামফেনিকল, টাইলোসিন এবং লিনকোসামাইড ঔষধের সাথে একত্রে ব্যবহার করা উচিত নয়। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যেতে পারে, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করতে হবে।
সতর্কতা ও সাবধানতা
এই ওষুধটি তুলনামূলকভাবে বিষাক্ত নয়।
মাত্রাধিক্য
এই ওষুধটি তুলনামূলকভাবে বিষাক্ত নয়।
প্রত্যাহারকাল
মাংস: এই ঔষধ সেবনের পর ৫ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।
ডিম: এই ঔষধ সেবনের পর ৬ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০ গ্রাম ও ১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন