Breaking

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ই-ভেট_E-VET ঔষধ পরিচিতি ও ব্যাবহার

পানিতে দ্রবণীয় পাউডার

-ভেট

আলফা টোকোফেরোল এসিটেট

উপাদান

প্রতি ১০ গ্রাম রয়েছে আলফা টোকোফেরোল এসিটেট বিপি গ্রাম।

ফার্মাকোলজি

ভিটামিন প্রজনন ক্ষমতা বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধিতে কার্যকর।

নির্দেশনা

মুরগি গবাদি প্রাণির ভিটামিন এর অভাবে সৃষ্ট সমস্যা দূর করতে প্রজনন ক্ষমতা বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধিতে '-ভেট' অত্যন্ত কার্যকরী পাউডার এবং মুরগির যে কোন ধরনের ভ্যাকসিনেশনের সময় '-ভেট' খাওয়ালে ভ্যাকসিনেশনজনিত পীড়ন অবস্থা থেকে অতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করে।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

হাঁস-মুরগি

রোগ প্রতিরোধে: লিটার খাবার পানিতে গ্রাম পাউডার মিশিয়ে খাওয়াতে হবে।

চিকিৎসায়: লিটার খাবার পানিতে গ্রাম পাউডার মিশিয়ে খাওয়াতে হবে।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।

প্রত্যাহারকাল

মাংস ডিম- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম স্যাশেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *