Breaking

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সিপ্রো-এ ভেট(সিপ্রোফ্লক্সাসিন) CIPRO-A VET(Ciprofloxacin) ঔষধ পরিচিতি ও ব্যাবহার

উপাদান

বোলাস, ইঞ্জেকশন এবং ওরাল সলিউশন 

সিপ্রো- ভেট

সিপ্রোফ্লক্সাসিন

বোলাস: প্রতিটি বোলাস রয়েছে সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি .১৬ গ্রাম যা সিপ্রোফ্লক্সাসিন গ্রাম এর সমতুল্য। ইনজেকশন: প্রতি মি.লি. রয়েছে সিপ্রোফ্লক্সাসিন ল্যাকটেট আইএনএন ৬০. মি.গ্রা যা সিপ্রোফ্লক্সাসিন ৫০ মি.গ্রা. এর সমতুল্য।

ওরাল সলিউশন: প্রতি মি.লি. রয়েছে সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড বিপি ১১৬.৪৪ মি.গ্রা. যা সিপ্রোফ্লক্সাসিন ১০০ মি. গ্রা. এর সমতুলা।

ফার্মাকোলজি

সিপ্রোফ্লক্সাসিন (সিপ্রো- ভেট৪) দ্বিতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোলন গ্রæপের বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিসাইডাল এ্যান্টিবায়োটিক। সিপ্রোফ্লক্সাসিন (সিপ্রো- ভেট৪) ব্যাকটেরিয়ার ডিএনএ গাইরেজ (টপোআইসোমারেজ-) এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়।

নির্দেশনা

গবাদি পশু

সিপ্রোফ্লক্সাসিন (সিপ্রো- ডেট৪) গ্রাম-পজিটিভ গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন- অ্যাক্টিনোব্যাসিলাস, পান্ডুরেলা, স্ট্রেপটোকক্কাস, , কলাই বরডিটেনা, সালমোনেলা, মাইকোপ্লজমা ইত্যাদি দ্বারা সৃষ্ট রোগ নিম্নোক্ত সংক্রমণসমূহের চিকিৎসায় ব্যবহার্য

# স্বাসতন্ত্রের সংক্রমণ

মূত্রতন্ত্রের সংক্রমণ

পরিপাকতন্ত্রের সংক্রমণ

ত্বকের নরম কোষ কলার সংক্রমণ

পোল্ট্রি

সিপ্রোফ্লক্সাসিন (সিপ্রো- ভেট৪) গ্রাম-পজিটিও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া দতারা সৃষ্ট রোগ, যেমন- কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, সংক্রামক করাইজা, সিআরডি, মাইকোপ্লাজমোসিস, স্ট্রেপটোকল্লোসিস, স্ট্যাফাইলোকক্কোসিস, পান্ডুরেলোসিস ইত্যাদি চিকিৎসায় ব্যবহার্য। এছাড়া এটি ভাইরাসজনিত রোগ, যেমন- রাণীক্ষেত, গামবোরো ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্যবহার্য।

মাছ

সিপ্রোফ্লক্সাসিন (সিপ্রো- ভেটন্ড) ক্যাটফিশ জাতীয় মাছ, যেমন- শিং, মাগুর এর ব্যাকটেরিয়া (অ্যারোমোনাস, সিউডোমোনাস) জনিত রোগে নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

প্রয়োগ পথ: মুখে খাওয়ানোর জন্য/ মাংসপেশীতে/ শিরাপথে প্রয়োগের জন্য।

গবাদি পশু: ১টি বোলাস/৭৫-১৫০ কেজি দৈহিক ওজন হিসেবে (.-১৩. মি.গ্রা./কেজি দৈহিক ওজন) দিনে বার করে ০৫ দিন খাওয়াতে হবে।

পোল্ট্রি: ১টি বোলাস/ ১৫-২০ লিটার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

মাছ: -২টি বোলাস/ কেজি খাবারে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

মাছ চাষের পুকুরে: - টি বোলাস/ শতকে ( ফিট গভীরতায়) - দিন।

ইনজেকশন: শুধুমাত্র মাংসপেশীতে/ শিরাপথে প্রয়োগের জন্য।

গবাদি পশু: মি.লি./ ১০ কেজি দৈহিক ওজন হিসেবে ( মি.গ্রা./ কেজি ওজন) দিনে বার করে - দিন প্রয়োগ করতে হবে।

ওরাল সলিউশন: শুধুমাত্র মুখে বাওয়ানোর জন্য।

পোল্ট্রি: চিকিৎসায়- মি.লি./- লিটার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

প্রতিরোধে- মি.লি./ - লিটার পানিতে মিশিয়ে দিন খাওয়াতে হবে।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে সিপ্রোফ্লক্সাসিন অ্যামাইনোপ্লাইকোসাইড, তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন এবং বিস্তৃত বর্ণালীর পেনিসিলিনের সাথে ব্যবহারে সিনার্জিস্টিক প্রতিক্রিয়া দেখাতে পারে। সিপ্রোফ্লক্সাসিন রক্তে থিওফাইলিনের মাত্রা এবং ওয়ারফারিনের প্রভাব বৃদ্ধি করতে পারে। এছাড়াও এটি নাইট্রোফুরানটুইনের সাথে ব্যবহার করলে সিপ্রোফ্লক্সাসিনের কার্যকারিতা হ্রাস পেতে পারে।

খাবার অন্যান্যের সাথে: ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্কযুক্ত প্রোডাক্ট সিপ্রোফ্লক্সাসিনের আন্ত্রিক শোষণ কমিয়ে দেয়।

গর্ভবর্তী দুগ্ধবতী পশুতে ব্যবহার

গর্ভবতী দুগ্ধবতী পত্ততে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা উচিৎ নয়।

সতর্কতা সাবধানতা

সিপ্রোফ্লক্সাসিন মাঝে মাঝে ক্রিস্টাল ইউরিয়া ঘটাতে পারে বিধায় এটি সেবনের সময় পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে। শরীরে ঔষধ জমা প্রতিরোধে, যকৃত বুজে মারাত্মক সমস্যা আছে এমন পশু পাখিতে ব্যবহারের পূর্বে সঠিক প্রয়োগমাত্রা নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে কম বয়সী পশু, যেমন-কুকুরের কার্টিলেজে অস্বাভাবিকতা দেখা দেয়।

প্রত্যাহারকাল

গবাদি পশু

বোলাস: মাংস দুধ-জানা যায়নি।

ইনজেকশন: মাংস- এই ঔষধ প্রয়োগের পর ১০ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

দুধ- এই ঔষধ প্রয়োগের পর দিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না।

পোল্ট্রি

ওরাল সলিউশন: মাংস- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

ডিম- জানা যায়নি।

মাছ

বোলাস, মাছ ধরার চার সপ্তাহ আগে থেকে এই ঔষধ প্রয়োগ করা বন্ধ করতে হবে।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

বোলাস: প্রতিটি বাক্সে ১০০২ টি বোলাস ব্লিস্টার স্ট্রিপ।

ইনজেকশন: ১০ মি.লি., ০০ মি.লি. ১০০ মি.লি. ভায়াল।

ওরাল সলিউশন: ১০০ মি.লি. ৫০০ মি.লি. বোতল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *