ওরাল সলিউশন
এন্টিকক ভেট
টলট্রাজুরিল আইএনএন
উপাদান
প্রতি মি.লি.-এ আছে টলট্রাজুরিল আইএনএন ২৫ মি.গ্রা.।
ফার্মাকোলজি
এন্টিকক ভেট (টলট্রাজুরিল) আইমেরিয়া প্রজাতির সকল কক্সিডিয়া জীবাণুর অন্তঃকোষীয় ধাপের (সাইজোগনী ও গ্যামেটোগনী) এর বিরুদ্ধে খুবই কার্যকর। এন্টিকক ভেট (টলট্রাজুরিল) কোষীয় বিভিন্ন স্তরের নিম্নোক্ত পরিবর্তনের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে-
কক্সিডিয়া জীবাণুর সাইটোপ্লাজমে কোষ গহΫর তৈরী করে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বড় করে।
মাইটোকন্ড্রিয়াকে স্ফীত করে।
নিউক্লিয়াসের বিভাজনে বাধা প্রদান করে।
ম্যাক্রোগ্যামেটের (স্ত্রী জনন কোষ) টাইপ-২ কোষ আবরণীকে ধ্বংস করে
নির্দেশনা
এন্টিকক ভেট (টলট্রাজুরিল) পোল্ট্রি, বাছুর, ছাগল, ভেড়া ও শূকরের রক্ত আমাশয় (কক্সিডিওসিস) রোগের প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
শুধুমাত্র পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য
প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
পোল্ট্রি:
প্রতিরোধ: ১ মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে ৯-১০ দিন, ১৬-১৭ দিন এবং ২৩-২৪তম দিন মোট ৩ বার খাওয়াতে হবে।
চিকিৎসা: ১ মি.লি./লিটার খাবার পানিতে একটানা ৪৮ ঘন্টা অথবা ৩ মি.লি./লিটার খাবার পানিতে ৮ ঘন্টা/দিন করে পরপর ২ দিন অথবা ৭ মি.গ্রা./কেজি দৈহিক ওজন বাছুর/ছাগল/ভেড়া ও শূকর: ০.৮ মি.লি./কেজি দৈহিক ওজন হিসেবে পরপর ২ দিন খাওয়াতে হবে এবং প্রয়োজনে ৫ দিন পর পুনরায় দেওয়া যেতে পারে।
হিসেবে পরপর ২ দিন খাওয়াতে হবে। ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: এন্টিকক ভেট (টলট্রাজুরিল) এনরোফ্লক্সাসিন, এম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, টিয়ামুলিন ও টাইলোসিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
ড্রাগ রেজিস্ট্যান্সের ঝুঁকি হ্রাস করতে নির্ধারিত মাত্রায় প্রয়োগ করা উচিত।
মাত্রাধিক্য
তিন-পাঁচগুণ অধিক মাত্রা পর্যন্ত সহনীয়। তবে মাত্রা তিন-পাঁচগুণ এর বেশী হলে পানি গ্রহণের পরিমাণ হ্রাস পেতে পারে।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- ৮ দিন, ডিম- মানুষের খাওয়ার জন্য ডিম উৎপাদনকারী মুরগীতে ব্যবহার উচিত নয়।
গবাদি পশু ও শুকর: মাংস- ৭৭ দিন। দুধ- মানুষের খাবারের জন্য দুগ্ধদানকারী গাভীতে ব্যবহার করা উচিত নয়।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি. এবং ৫০০ মি.লি. বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন