Breaking

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

Anticoc Vet _এন্টিকক ভেট ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন

এন্টিকক ভেট

টলট্রাজুরিল আইএনএন

উপাদান

প্রতি মি.লি.- আছে টলট্রাজুরিল আইএনএন ২৫ মি.গ্রা.

ফার্মাকোলজি

এন্টিকক ভেট (টলট্রাজুরিল) আইমেরিয়া প্রজাতির সকল কক্সিডিয়া জীবাণুর অন্তঃকোষীয় ধাপের (সাইজোগনী গ্যামেটোগনী) এর বিরুদ্ধে খুবই কার্যকর। এন্টিকক ভেট (টলট্রাজুরিল) কোষীয় বিভিন্ন স্তরের নিম্নোক্ত পরিবর্তনের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে-

কক্সিডিয়া জীবাণুর সাইটোপ্লাজমে কোষ গহΫ তৈরী করে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বড় করে।

মাইটোকন্ড্রিয়াকে স্ফীত করে।

নিউক্লিয়াসের বিভাজনে বাধা প্রদান করে।

ম্যাক্রোগ্যামেটের (স্ত্রী জনন কোষ) টাইপ- কোষ আবরণীকে ধ্বংস করে

নির্দেশনা

এন্টিকক ভেট (টলট্রাজুরিল) পোল্ট্রি, বাছুর, ছাগল, ভেড়া শূকরের রক্ত আমাশয় (কক্সিডিওসিস) রোগের প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

শুধুমাত্র পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য

প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

পোল্ট্রি:

প্রতিরোধ: মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে -১০ দিন, ১৬-১৭ দিন এবং ২৩-২৪তম দিন মোট বার খাওয়াতে হবে।

চিকিৎসা: মি.লি./লিটার খাবার পানিতে একটানা ৪৮ ঘন্টা অথবা মি.লি./লিটার খাবার পানিতে ঘন্টা/দিন করে পরপর দিন অথবা মি.গ্রা./কেজি দৈহিক ওজন বাছুর/ছাগল/ভেড়া শূকর: . মি.লি./কেজি দৈহিক ওজন হিসেবে পরপর দিন খাওয়াতে হবে এবং প্রয়োজনে দিন পর পুনরায় দেওয়া যেতে পারে।

হিসেবে পরপর দিন খাওয়াতে হবে। ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: এন্টিকক ভেট (টলট্রাজুরিল) এনরোফ্লক্সাসিন, এম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, টিয়ামুলিন টাইলোসিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

ড্রাগ রেজিস্ট্যান্সের ঝুঁকি হ্রাস করতে নির্ধারিত মাত্রায় প্রয়োগ করা উচিত।

মাত্রাধিক্য

তিন-পাঁচগুণ অধিক মাত্রা পর্যন্ত সহনীয়। তবে মাত্রা তিন-পাঁচগুণ এর বেশী হলে পানি গ্রহণের পরিমাণ হ্রাস পেতে পারে।

প্রত্যাহারকাল

পোল্ট্রি: মাংস- দিন, ডিম- মানুষের খাওয়ার জন্য ডিম উৎপাদনকারী মুরগীতে ব্যবহার উচিত নয়।

গবাদি পশু শুকর: মাংস- ৭৭ দিন। দুধ- মানুষের খাবারের জন্য দুগ্ধদানকারী গাভীতে ব্যবহার করা উচিত নয়।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি. এবং ৫০০ মি.লি. বোতল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *