Breaking

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এটিভেট _ATIVET Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সাসপেনশন 

এটিভেট

সালফাডায়াজিন বিপি ট্রাইমিথোপ্রিম বিপি

উপাদান

প্রতি মি.লি. রয়েছে সালফাডায়াজিন বিপি ৪০০ মি. গ্রা. ট্রাইমিথোপ্রিম বিপি ৮০ মি. গ্রা.

ফার্মাকোলজি

সালফাডায়াজিন সালফোনামাইড গ্রুপের বিস্তৃত বর্ণালীর একটি এন্টিবায়োটিক। এটি ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমের কার্যকারিতায় বাধা প্রদানের মাধ্যমে ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে। সালফাডায়াজিন এবং ট্রাইমিথোপ্রিম একত্রে সিনার্জিস্টিক ক্রিয়া প্রদর্শন করে।

নির্দেশনা

জীবাণুঘটিত রোগসমূহ যেমন- কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, আন্ত্রিক প্রদাহ, ইনফেকশাস করাইজা, দীর্ঘ মেয়াদী শ্বাসতন্ত্রের রোগ সমূহ, মাইকোপ্লাজমোসিস ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত। এছাড়া ভাইরাসজনিত রোগে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ প্রতিরোধ চিকিৎসায় কার্যকর।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

পোল্ট্রি:- মি.লি./ লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

মাছ: দৈনিক মি.লি./১৬ কেজি মাছ অথবা ৩০ মি. গ্রা./কেজি মাছের খাদ্যের সাথে মিশিয়ে -১০ দিন খাওয়াতে হবে।

অথবা, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: এন্টাসিডের সাথে একত্রে ব্যবহারে সালফোনামাইডের কার্যকারিতা হ্রাস পেতে পারে এবং ডাইইউরেটিকস রক্তের অনুচক্রিকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

জানা যায়নি।

সতর্কতা সাবধানতা

যকৃতের রোগে আক্রান্ত পশু/পাখিতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

মাত্রাধিক্য

পরিপাকতন্ত্রের সমস্যা (বমি, ডায়রিয়া ইত্যাদি), কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষন্নতা, মুখ ফুলে যাওয়া, অস্থিমজ্জার ক্ষতি ইত্যাদি প্রভাব পরিলক্ষিত হয়।

প্রত্যাহারকাল

পোল্ট্রি: মাংস- এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

৬০ মি.লি., ৫০০ মি.লি. লিটার প্লাস্টিক বোতল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *