Breaking

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

এ-কোল্ড ভেট_A-COLD VET ঔষধ পরিচিতি ও ব্যাবহার

পানিতে দ্রবণীয় পাউডার

-কোল্ড ভেট

ব্রোেমহেক্সিন হাইড্রোক্লোরাইড

উপাদান

প্রতি গ্রাম আছে ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ১০ মি.গ্রা.

ফার্মাকোলজি

ব্রোমহেক্সিন একটি শ্লেষ্মা তরলকারী পদার্থ, যা শ্লেষ্মার পলিস্যাকারাইড ফাইবারকে ভেঙ্গে মাধ্যমে শ্লেষ্মাকে অধিকতর তরল পাতলা করে ফেলে। এভাবে শ্লেষ্মা নিঃসরণকে সহজতর করে।

নির্দেশনা

ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড পোল্ট্রি, গৃহপালিত প্রাণি, কুকুর, বিড়াল শুকরের শ্লেষ্মাযুক্ত কাশিসহ শ্বাসতন্ত্রের রোগে নির্দেশিত। যেমন-

পোল্ট্রির ক্রনিক রেসপিরেটরি ডিজিজ (সিআরডি), ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ল্যারিংগোট্রাকিয়াইটিস, ইনফেকশাস করাইজা, ইনফ্লুয়েঞ্জা, ইনফেকশাস সাইনুসাইটিস।

গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল শুকরের নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, রাইনাইটিস কাশির ক্ষেত্রে

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

পোল্ট্রি: মি.লি./ লিটার খাবার পানিতে মিশিয়ে দিন খাওয়াতে হবে।

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

পোল্ট্রি: দৈনিক গ্রাম/- লিটার খাবার পানিতে মিশিয়ে পর পর - দিন খাওয়াতে হবে।

গরু: দৈনিক গ্রাম/ ২০ কেজি দৈহিক ওজন (. মি.গ্রা./কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর দিন খাওয়াতে হবে।

কুকুর: গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন ( মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে দিনে দুই বার করে পর পর দিন খাওয়াতে হবে।

বিড়াল: দৈনিক গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন ( মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর দিন খাওয়াতে হবে।

শুকর: দৈনিক .-. গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন (.-. মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর দিন খাওয়াতে হবে। প্রয়োগের ঠিক আগ মুহূর্তে

পানি অথবা খাবারের সাথে মেশাতে হবে

অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: ব্রোমহেক্সিন এন্টিবায়োটিক (যেমন- ইরাইথ্রোমাইসিন, সেফালেক্সিন, এমপিসিলিন, এমোক্সিসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন), নন-স্টেরয়ডাল এন্টিইনফ্লামেটরি (যেমন- ফিনাইলবিউটাজোন এবং অক্সিফিনাইলবিউটাজোন) ঔষধের সাথে ক্রিয়া করতে পারে।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

ব্রোমহেক্সিন প্লাসেন্টা অতিক্রম করে। ঝুকি প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবর্তী দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

জানা যায়নি।

বাছুর মাংস- এই ঔষধ সেবনের পর ৪২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম স্যাশেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *