পানিতে দ্রবণীয় পাউডার
এ-কোল্ড ভেট
ব্রোেমহেক্সিন হাইড্রোক্লোরাইড
উপাদান
প্রতি গ্রাম এ আছে ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ১০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
ব্রোমহেক্সিন একটি শ্লেষ্মা তরলকারী পদার্থ, যা শ্লেষ্মার পলিস্যাকারাইড ফাইবারকে ভেঙ্গে মাধ্যমে শ্লেষ্মাকে অধিকতর তরল ও পাতলা করে ফেলে। এভাবে শ্লেষ্মা নিঃসরণকে সহজতর করে।
নির্দেশনা
ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড পোল্ট্রি, গৃহপালিত প্রাণি, কুকুর, বিড়াল ও শুকরের শ্লেষ্মাযুক্ত কাশিসহ শ্বাসতন্ত্রের রোগে নির্দেশিত। যেমন-
পোল্ট্রির ক্রনিক রেসপিরেটরি ডিজিজ (সিআরডি), ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ল্যারিংগোট্রাকিয়াইটিস, ইনফেকশাস করাইজা, ইনফ্লুয়েঞ্জা, ইনফেকশাস সাইনুসাইটিস।
গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল ও শুকরের নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, রাইনাইটিস ও কাশির ক্ষেত্রে
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
পোল্ট্রি: ১ মি.লি./৩ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩ দিন খাওয়াতে হবে।
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পোল্ট্রি: দৈনিক ১ গ্রাম/৪-৫ লিটার খাবার পানিতে মিশিয়ে পর পর ৫-৭ দিন খাওয়াতে হবে।
গরু: দৈনিক ১ গ্রাম/ ২০ কেজি দৈহিক ওজন (০.৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর ৫ দিন খাওয়াতে হবে।
কুকুর: ২ গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন (২ মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে দিনে দুই বার করে পর পর ৫ দিন খাওয়াতে হবে।
বিড়াল: দৈনিক ১ গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন (১ মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর ৭ দিন খাওয়াতে হবে।
শুকর: দৈনিক ০.২-০.৫ গ্রাম/ ১০ কেজি দৈহিক ওজন (০.২-০.৫ মি.গ্রা./ কেজি দৈহিক ওজন) হিসেবে পর পর ৫ দিন খাওয়াতে হবে। প্রয়োগের ঠিক আগ মুহূর্তে
পানি অথবা খাবারের সাথে মেশাতে হবে
অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: ব্রোমহেক্সিন এন্টিবায়োটিক (যেমন- ইরাইথ্রোমাইসিন, সেফালেক্সিন, এমপিসিলিন, এমোক্সিসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন), নন-স্টেরয়ডাল এন্টিইনফ্লামেটরি (যেমন- ফিনাইলবিউটাজোন এবং অক্সিফিনাইলবিউটাজোন) ঔষধের সাথে ক্রিয়া করতে পারে।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
ব্রোমহেক্সিন প্লাসেন্টা অতিক্রম করে। ঝুকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবর্তী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত।
সতর্কতা ও সাবধানতা
পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
জানা যায়নি।
বাছুর মাংস- এই ঔষধ সেবনের পর ৪২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন