ওরাল সলিউশন
এসিডিফায়ার
ভেট
জৈব ও অজৈব এসিডের সংমিশ্রণ
উপাদান
ল্যাক্টিক এসিড ১৫%, সাইট্রিক এসিড ১৫%,
ফরমিক এসিড ১০%, ফসফরিক এসিড ২%, এসিটিক এসিড ৫%, টারটারিক এসিড ১৫%, প্রপায়োনিক এসিড
১০% এবং এক্সিপিয়েন্ট ১০০% পর্যন্ত।
ফার্মাকোলজি
এসিডিফায়ার ভেট জৈব ও অজৈব এসিডের একটি
কার্যকরী সংমিশ্রণ, যা যৌথভাবে খাবার পানি ও অস্ত্রে রোগসৃষ্টিকারী জীবাণুর সংখ্যা
হ্রাস ও pH নিয়ন্ত্রণ করে।
নির্দেশনা
খাবার পানি ও অস্ত্রেরোগসৃষ্টিকারী জীবাণুর
সংখ্যা হ্রাস করে, খাদ্য রূপান্তর হার উন্নীত করে, শ্বাসতন্ত্রের সমস্যা প্রতিরোধ করতে
সহায়তা করে, সালমোনেলোসিস ও কলিব্যাসিলোসিস প্রতিরোধে সহায়তা করে।
প্রয়োগমাত্রা
ও প্রয়োগবিধি
• ঔষধের প্রয়োগ পথ: শুধুমাত্র
মুখে খাওয়ানোর জন্য।
• প্রতিবার ব্যবহারের পূর্বে
বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিন।
• ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র
মুখে খাওয়ার জন্য।
• ১ মি.লি. প্রতি লিটার খাবার
পানিতে।
• অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের
মিথস্ক্রিয়া
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
সতর্কতা ও সাবধানতা
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
মাংস ও ডিম- নাই।
বাছুর:মাংস- এই ঔষধ সেবনের পর ৪২ দিন পর্যন্ত
মাংস খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার
নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি., ৫০০ মি.লি. এবং ১ লিটার বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন