মাল্টিভিটামিন
উপাদান
প্রতি ১০ গ্রাম এ রয়েছে ভিটামিন এ ১০,০০,০০০ আই.ইউ, ভিটামিন ডি৩ ২,৫০,০০০ আই.ইউ, ভিটামিন ই ২০০ মি.গ্রা., ভিটামিন বি১ ১২০ মি.গ্রা., ভিটামিন বি২ ৩২০ মি.গ্রা. ভিটামিন বি৬ ১২০ মি.গ্রা., ভিটামিন বি১২ ০.২ মি.গ্রা., ভিটামিন সি ৩,০০০ মি.গ্রা., ভিটামিন কে৩ ১৬০ মি.গ্রা., নিকোটিনামাইড ২০০ মি.গ্রা., প্যান্টোথেনিক এসিড ১৮৪ মি.গ্রা., ডি-বায়োটিন ১ মি.গ্রা., ফলিক এসিড ১০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
মাল্টিভিটামিন ভিটামিনের অভাব জনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা হয়
নির্দেশনা
ভিটামিক্স- ডব্লিউএস ভিটামিনের অভাব জনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সহযোগী হিসাবে, মাংস এবং/অথবা ডিম উৎপাদন হ্রাস, বিভিন্ন প্রকার ধকল (আবহাওয়া পরিবর্তন, পরিবহন, টিকা প্রদান, সংক্রামক রোগ ও পরজীবী ঘটিত রোগে সৃষ্ট ধকল), প্রজনন ক্ষমতা হ্রাস ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পোল্ট্রি:
• প্রতিরোধ: ১ গ্রাম/৫-১০ লিটার খাবার পানিতে অথবা ১ গ্রাম/৪ কেজি খাদ্যে মিশিয়ে পরপর ৫-৭ দিন খাওয়াতে হবে।
• প্রতিকার: ১ গ্রাম/২.৫-৫ লিটার খাবার পানিতে অথবা ১ গ্রাম/২ কেজি খাদ্যে মিশিয়ে পরপর ৩-৫ দিন খাওয়াতে হবে।
• বাছুর: প্রতিদিন প্রতিটি বাছুরকে ৫ গ্রাম করে খাওয়াতে হবে।
• ছাগল ও ভেড়া: প্রতিদিন প্রতিটি পশুকে ২.৫ গ্রাম করে খাওয়াতে হবে।
অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০ গ্রাম এবং ১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন