Breaking

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Vitamix_c vet powder_ভিটামিক্স-সি ভেট ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ভিটামিক্স-সি ভেট

ভিটামিন সি

উপাদান

প্রতি গ্রাম পাউডারে রয়েছে ভিটামিন সি ৯৮০ মি.গ্রা.

ফার্মাকোলজি

ভিটামিন সি হাইড্রোজেন স্থানান্তর এর মাধ্যমে দেহের অক্সিডেশন (জারন) এবং রিডাকশন (বিজারন) প্রক্রিয়ায় অংশ গ্রহণ করে। ভিটামিন সি ক্ষত সেরে যাওয়া এবং রক্ত জমাট বাধার ক্ষেত্রে কোলাজেন সংশ্লেষণে অংশ গ্রহণ করে। ইহা সব ধরনের ইফেকশনের ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নির্দেশনা

মোরগ-মুরগীর ঠোঁটকাটা, ঠোকরা-ঠুক্রি এবং যে কোন ধরনের রক্ত ক্ষরণজনিত সমস্যায় যেমন- রক্ত আমাশয়, দীর্ঘমেয়াদি অস্ত্রের প্রদাহ এবং ভিটামিন-কে এর অভাবজনিত সমস্যায় ব্যবহার করতে হবে।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

মোরগ-মুরগি: গ্রাম পাউডার -১০ লিটার খাবার পানিতে মিশিয়ে দিন খাওয়াতে হবে

ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাইয়ে ফেলতে হবে। ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাইয়ে ফেলতে হবে।

অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।

প্রত্যাহারকাল

মাংস ডিম- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম এবং কেজি স্যাশেট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *