Breaking

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট_Vitalamino Forte Vet 100ml ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ভাইটালঅ্যামাইনো ফোর্ট ভেট

ভিটামিন, মিনারেল অ্যামাইনো এসিড

উপাদান

প্রতি ১০০ মি.লি. রয়েছে ভিটামিন ২০০০০০০ আইইউ, ভিটামিন ডি৩ ৫০০০০০ আইইউ, ভিটামিন ৫০০ মি.গ্রা., ভিটামিন বি১ ১০০ মি.গ্রা., ভিটামিন বি২ ২০০ মি.গ্রা., ভিটামিন বি৬ ২০০ মি.গ্রা., ভিটামিন বি১২ মি.গ্রা., ভিটামিন সি ৩০০ মি.গ্রা., ভিটামিন কে৩ ১০০ মি.গ্রা., বায়োটিন ২০০ মা.গ্রা., সোডিয়াম (ক্লোরাইড) ৫০০ মি.গ্রা., সোডিয়াম প্রপায়োনেট ৫০০ মি.গ্রা., ম্যাগনেসিয়াম (সালফেট) ১৫০ মি.গ্রা., ম্যাঙ্গানিজ (সালফেট) ৬০ মি.গ্রা., জিঙ্ক (সালফেট) ৬০ মি.গ্রা., আয়রন (সালফেট) মি.গ্রা., পটাসিয়াম ১০০ মি.গ্রা., গ্লুটামিক অ্যাসিড ৩৫০ মি.গ্রা., ল্যাকটিক অ্যাসিড ৪০০ মি.গ্রা., সাইট্রিক অ্যাসিড ২০ মা.গ্রা., অ্যালানিন ৭৫ মি.গ্রা., আরজিনিন ১০০ মি.গ্রা., পটাসিয়াম সাইট্রেট ৩০০ মি.গ্রা., সিস্টিন ২০ মি.গ্রা., গ্লাইসিন ৩০০ মি.গ্রা., হিস্টিডিন ৫২. মি.গ্রা., আইসোলিউসিন ৫০ মি.গ্রা., লাইসিন ৫০০ মি.গ্রা., মিথিওনিন ১৫০ মি.গ্রা., ফিনাইলঅ্যালানিন ৯০ মি.গ্রা., প্রোলিন ৯০ মি.গ্রা., সেরিন ৯০ মি.গ্রা., থ্রিওনিন ৩০০ মি.গ্রা., ট্রিপটোফেন ৬০ মি.গ্রা., টাইরোসিন ৬৫ মি.গ্রা. এবং ভ্যালিন ৮০ মি.গ্রা.

ফার্মাকোলজি

পুষ্টি সরবরাহ পোল্ট্রি/ গবাদি পশুর দৈহিক ওজন বৃদ্ধি নিশ্চিত করে। পুষ্টি চাহিদা পূরণ করা না হলে, পোল্ট্রি/ গবাদি পশুর দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, ডিম, মাংস দুধ সঠিকভাবে উৎপাদিত হবে না। যেহেতু অধিকাংশ খাদ্যে ভিটামিন, মিনারেল অ্যামাইনো এসিডের পরিমাণ কম থাকে, তাই পরিপূরক হিসেবে সেগুলোর সরবরাহ করা প্রয়োজন হয়। পরিপূরক হিসেবে ভাইটালঅ্যামাইনো ফোর্ট ভেট (অপরিহার্য ভিটামিন, মিনারেল অ্যামাইনো এসিডের সুষম সমন্বয়) পুষ্টি চাহিদা পূরণ হয়।

নির্দেশনা

দৈহিক বৃদ্ধির হার (ডিম, মাংস এবং/অথবা দুধ) উৎপাদন বৃদ্ধি করে

খাদ্য রূপান্তর হার (এফসিআর) উন্নীত করে

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

ভিটামিন, খনিজ পদার্থ অ্যামাইনো অ্যাসিডের অভাবজনিত রোগ প্রতিরোধ করে

টিকা প্রদান, রোগ, ওষুধ প্রয়োগ, পরিবহণ, তীব্র গরম/শীতকাল আবহাওয়া, আবহাওয়া পরিবর্তন পালক পরিবর্তনকালিন ধকল হ্রাস করে।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

পশুখাদ্যে/ পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য

পোল্ট্রি: মিলি/ লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।

বাছুর: -১০ মি.লি. / দিন হিসেবে প্রতি মাসে পর পর দিন খাওয়াতে হবে।

বকনা বাছুর: ৩০ মি.লি. / দিন হিসেবে প্রতি মাসে পর পর দিন খাওয়াতে হবে।

মোটাতাজাকরণের গরু, ২০-৩০ মি.লি./ দিন হিসেবে প্রতি মাসে পর পর দিন খাওয়াতে হবে।

ছাগল: মি.লি./ দিন হিসেবে পর পর দিন খাওয়াতে হবে।

গাভী: ৩০-৫০ মি.লি./ দিন হিসেবে প্রতি মাসে পর পর দিন খাওয়াতে হবে অথবা প্রতিটি গাভীকে মি.লি. করে প্রতি দিন খাওয়াতে হবে।

ভেড়া: -১৫ মি.লি./ দিন হিসেবে পর পর দিন খাওয়াতে হবে।

কবুতর পোষা পাখি: . মি.লি. / লিটার খাওয়ার পানিতে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

গর্ভবতী, দুগ্ধবতী পশুতে এবং ডিম পাড়া মুরগীতে ভাইটালঅ্যামাইনো ফোর্ট ভেট ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা সাবধানতা

জানা যায়নি।

মাত্রাধিক্য

জানা যায়নি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *