টিলভাসিন ভেট
টিলভালোসিন
টারট্রেট আইএনএন
উপাদান
প্রতি
গ্রামে আছে টিলভালোসিন (টিলভালোসিন
টারট্রেট হিসেবে) আইএনএন ৬২৫ মি.গ্রা.।
ফার্মাকোলজি
টিলভালোসিন,
একটি নতুন ম্যাক্রোলিড এন্টিবায়োটিক,
ব্যাকটেরিওস্ট্যাটিক ও ব্যাকটেরিওসাইডাল উভয়ই
কার্যকারিতা প্রদর্শন করে। এটি ৫০এস
রাইবোসোমাল সাবইউনিটের সাথে যুক্ত হয়ে
ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়।
নির্দেশনা
পোল্ট্রি:
মাইকোপ্লাজমোসিস, নেক্রোটিক এন্টারাইটিস এবং কোলানজিওহেপাটাইটিস প্রতিরোধ ও
চিকিৎসায় নির্দেশিত। ইহা অরনিথোব্যাকটেরিয়াম রাইনোট্রাকিয়ালি দ্বারা
সৃষ্ট রোগের চিকিৎসায়ও কার্যকর।
শুকর:
সোয়াইন এনজুটিক নিউমোনিয়া, ইলাইটিস (পোরসাইন প্রোলিফারেটিভ এন্টারোপ্যাথি), সোয়াইন ডিসেন্ট্রি এবং কোলাইটিস প্রতিরোধ
ও চিকিৎসায় নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও
প্রয়োগবিধি
• ঔষধ
প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে
খাওয়ার জন্য।
পোল্ট্রি:
মাইকোপ্লাজমোসিস
চিকিৎসা-
১ গ্রাম/৫ লিটার খাবার
পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন)
মিশিয়ে ৩ দিন খাওয়াতে
হবে। প্রতিরোধ- ১ গ্রাম/৫
লিটার খাবার পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন)
মিশিয়ে জীবনের প্রথম ৩ দিন খাওয়াতে
হবে এবং পরবর্তীতে ১
গ্রাম/১০ লিটার খাবার
পানিতে (১২.৫০ মি.
গ্রা./কেজি দৈহিক ওজন)
মিশিয়ে টিকা প্রদান, খাদ্য
পরিবর্তন ইত্যাদিজনিত ধকলের সময় পর পর
৩-৪ দিন অথবা
প্রতি মাসে ৩-৪
দিন খাওয়াতে হবে।
নেক্রোটিক এন্টারাইটিস
চিকিৎসা-
১ গ্রাম/৫ লিটার খাবার
পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন)
মিশিয়ে ৩-৪ দিন
খাওয়াতে হবে। প্রতিরোধ- ১
গ্রাম/৫ লিটার খাবার
পানিতে (২৫ মি. গ্রা./
কেজি দৈহিক ওজন) মিশিয়ে জীবনের
প্রথম ৩ দিন খাওয়াতে
হবে এবং পরবর্তীতে ১
গ্রাম/১০ লিটার খাবার
পানিতে (১২.৫০ মি.
গ্রা./কেজি দৈহিক ওজন)
মিশিয়ে সম্ভাব্য সংক্রমনের ২ দিন আগে
থেকে খাওয়াতে হবে। • শুকর: ৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন
হিসেবে ৫ দিন খাওয়াতে
হবে।
অথবা,
রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের
সাথে জানা যায়নি।
খাবার
ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও
দুগ্ধবতী
পশুতে
ব্যবহার
টিলভালোসিন
ডিম উৎপাদনকারী মুরগীর উপর কোন ফেলেনা।
শুকরের গর্ভাবস্থা ও দুগ্ধদানকালে ব্যবহার
সম্পর্কিত তথ্য জানা যায়নি।
সতর্কতা ও
সাবধানতা
পুনঃসংক্রমনের
ঝুঁকি কমাতে পরিস্কার ও স্বাস্থ্যকর ব্যবস্থাপনা
অনুসরণ করা উচিত।
মাত্রাধিক্য
পোল্ট্রি:
মাংস: এই ঔষধ সেবনের
পর ২ দিন পর্যন্ত
মাংস খাওয়া যাবে না। ডিম:
০ দিন
শুকর:
এই ঔষধ সেবনের পর
১-২ দিন পর্যন্ত
মাংস খাওয়া যাবে না।
প্রত্যাহারকাল
ডিম,
মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো
থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার
নিচে ও শুষ্ক স্থানে
রাখুন। সকল ঔষধ শিশুদের
নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন