Breaking

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

টিলভাসিন ভেট_TYLVASIN VET ঔষধ পরিচিতি ও ব্যাবহার


 টিলভাসিন ভেট

টিলভালোসিন টারট্রেট আইএনএন

উপাদান

প্রতি গ্রামে আছে টিলভালোসিন (টিলভালোসিন টারট্রেট হিসেবে) আইএনএন ৬২৫ মি.গ্রা.

ফার্মাকোলজি

টিলভালোসিন, একটি নতুন ম্যাক্রোলিড এন্টিবায়োটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিওসাইডাল উভয়ই কার্যকারিতা প্রদর্শন করে। এটি ৫০এস রাইবোসোমাল সাবইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়।

নির্দেশনা

পোল্ট্রি: মাইকোপ্লাজমোসিস, নেক্রোটিক এন্টারাইটিস এবং কোলানজিওহেপাটাইটিস প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত। ইহা অরনিথোব্যাকটেরিয়াম রাইনোট্রাকিয়ালি দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসায়ও কার্যকর।

শুকর: সোয়াইন এনজুটিক নিউমোনিয়া, ইলাইটিস (পোরসাইন প্রোলিফারেটিভ এন্টারোপ্যাথি), সোয়াইন ডিসেন্ট্রি এবং কোলাইটিস প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

পোল্ট্রি:

মাইকোপ্লাজমোসিস

চিকিৎসা- গ্রাম/ লিটার খাবার পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন) মিশিয়ে দিন খাওয়াতে হবে। প্রতিরোধ- গ্রাম/ লিটার খাবার পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন) মিশিয়ে জীবনের প্রথম দিন খাওয়াতে হবে এবং পরবর্তীতে গ্রাম/১০ লিটার খাবার পানিতে (১২.৫০ মি. গ্রা./কেজি দৈহিক ওজন) মিশিয়ে টিকা প্রদান, খাদ্য পরিবর্তন ইত্যাদিজনিত ধকলের সময় পর পর - দিন অথবা প্রতি মাসে - দিন খাওয়াতে হবে।

নেক্রোটিক এন্টারাইটিস

চিকিৎসা- গ্রাম/ লিটার খাবার পানিতে (২৫ মি. গ্রা./কেজি দৈহিক ওজন) মিশিয়ে - দিন খাওয়াতে হবে। প্রতিরোধ- গ্রাম/ লিটার খাবার পানিতে (২৫ মি. গ্রা./ কেজি দৈহিক ওজন) মিশিয়ে জীবনের প্রথম দিন খাওয়াতে হবে এবং পরবর্তীতে গ্রাম/১০ লিটার খাবার পানিতে (১২.৫০ মি. গ্রা./কেজি দৈহিক ওজন) মিশিয়ে সম্ভাব্য সংক্রমনের দিন আগে থেকে খাওয়াতে হবে।শুকর: মি. গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিন খাওয়াতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে জানা যায়নি।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

টিলভালোসিন ডিম উৎপাদনকারী মুরগীর উপর কোন ফেলেনা। শুকরের গর্ভাবস্থা দুগ্ধদানকালে ব্যবহার সম্পর্কিত তথ্য জানা যায়নি।

সতর্কতা সাবধানতা

পুনঃসংক্রমনের ঝুঁকি কমাতে পরিস্কার স্বাস্থ্যকর ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত।

মাত্রাধিক্য

পোল্ট্রি: মাংস: এই ঔষধ সেবনের পর দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম: দিন

শুকর: এই ঔষধ সেবনের পর - দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম স্যাশেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *