Breaking

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ভি-প্লেক্স ভেট (বি+সি)_V PLEX VET (B+C) Vet

ভি-প্লেক্স ভেট (বি+সি)

ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি

উপাদান

প্রতি ১০০ গ্রাম পাউডার রয়েছে ভিটামিন বি১ ২০০ মি.গ্রা., ভিটামিন বি২ ৪০০ মি.গ্রা., ভিটামিন বি৫ (প্যানটোথেনিক এসিড) ৪৫০ মি.গ্রা., ভিটামিন বি৬ ১৫০ মি.গ্রা., ভিটামিন বি১২ মি.গ্রা., ভিটামিন পিপি (নিকোটিনামাইড) ৭৫০ মি.গ্রা., ফলিক এসিড ২৫ মি.গ্রা., বায়োটিন . মি.গ্রা., ভিটামিন সি ৫০০ মি.গ্রা.

ফার্মাকোলজি

মাল্টিভিটামিন ভিটামিনের অভাব জনিত রোগ প্রতিরোধ চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা হয়।

নির্দেশনা

প্রাণি পাখির ভিটামিন বি এবং ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ, নানাবিধ ধকল এবং স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই প্রিমিক্স ব্যবহার্য।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

হাঁস-মুরগিঃ: ১০-২০ গ্রাম/ ১০ লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।

বাছুরঃ - গ্রাম/ ৫০ কেজি দৈহিক ওজন হিসাবে খাওয়াতে হবে।

খাদ্যের সাথেঃ কেজি/ ১০০০ কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০ গ্রাম এবং ১০০ গ্রাম স্যাশেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *