পানিতে দ্রবণীয় পাউডার
টাইলোভেট
টাইলোসিন টারট্রেট
উপাদান
প্রতি গ্রাম পাউডারে রয়েছে টাইলোসিন টারট্রেট
বিপি ২০০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
টাইলোসিন একটি বিস্তৃত বর্ণালীর সেমিসিন্থেটিক
ব্যাকটেরিয়া বিধ্বংসী ম্যাক্রোলাইড গ্রুপের এন্টিবায়োটিক। এটি রাইবোসোমের ৫০এস সাবইউনিটের
সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে।
নির্দেশনা
পোল্ট্রি
জীবাণুঘটিত রোগসমূহ, যেমন- দীর্ঘ মেয়াদী
স্বাসতন্ত্রেররোগ সমূহ, নেক্রোটিক এন্টারাইটিস ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।
বাছুর
মাইকোপ্লাজমা প্র., পাচুরেলা প্র. ইত্যাদি
দ্বারা ঘটিত শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার
জন্য।
পোল্ট্রি: ২.৫ গ্রাম/লিটার খাবার পানি বা
৩-৫ গ্রাম/কেজি খাবারের সাথে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে। অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের
পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে:: জানা যায়নি। খাবার ও অন্যান্যের
সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহারে জন্মগত
ত্রুটি পরিলক্ষিত হয়নি।
সতর্কতা ও সাবধানতা
ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার বেশি ব্যবহার
করা উচিত নয়।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- এই ঔষধ সেবনের পর ২ দিন
পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম- এই ঔষধ সেবনের পর ২ দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।
বাছুর: মাংস- এই ঔষধ সেবনের পর ১২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে
তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম এবং ১ কেজি স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন