ওরাল সলিউশন
নিমোসিন ভেট প্লাস
লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড বিপি ও নিওমাইসিন সালফেট ইউএসপি
উপাদান
প্রতি মি.লি. এ রয়েছে লিনকোমাইসিন (লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে) ২৫০ মি.গ্রা. ও নিওমাইসিন (নিওমাইসিন সালফেট বিপি হিসেবে) ১৪০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
লিনকোমাইসিন লিনকোস্যামাইড গ্রæপের একটি এন্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়ার রাইবোসোমের ৫০এস সাবইউনিটের সাথে অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয়। নিওমাইসিন বিস্তৃত বর্ণালীর অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের একটি ব্যাকটেরিসাইডাল এন্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়ার রাইবোসোমের ৩০এস সাবইউনিটের সাথে অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয়। এভাবে লিনকোমাইসিন ও নিওমাইসিন উভয়ই ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে।
নির্দেশনা
পোল্ট্রিতে ক্লোসট্রিডিয়াম পারস্ক্রিনজেনস্, ই. কলাই, সালমোনেলা প্র., ক্যামপাইলোব্যাকটার প্র., পান্ডুরেলা, মাইকোপ্লাজমা প্র., স্ট্যাফাইলোকক্কাই, লিস্টেরিয়া প্র. ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ, যেমন- নেক্রোটিক এন্টারাইটিস, কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল কলেরা, মাইকোপ্লাজমোসিস, ওস্ফালাইটিস, আর্থ্রাইটিস ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
• পোল্ট্রি: ১ মি.লি./১-১.৪ লিটার পানিতে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: ইরাইথ্রোমাইসিন, কেওলিন ও মুখে খাওয়ানো পেনিসিলিনের সাথে একত্রে ব্যবহার করা উচিত নয়।
খাবার ও অন্যান্যের সাথে: খাবারের উপস্থিতিতে শোষণ কমে যায়।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী, দুগ্ধবতী পশু ও ডিম পাড়া মুরগিতে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা ও সাবধানতা
মুখে খাওয়ানোর অ্যামাইনোপ্লাইকোসাইড দীর্ঘদিন ব্যবহারে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সুপারইনফেকশান হতে পারে। অ্যামাইনোগ্লাইকোসাইড বৃক্কের মাধ্যমে শরীর থেকে বের হয় বিধায় বাচ্চা ও বয়স্ক পশুতে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- ০ (শূন্য) দিন। ডিম- এই ঔষধ প্রয়োগের পর ০৩ দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না।
বাছুর, ছাগল ও ভেড়া: মাংস- এই ঔষধ প্রয়োগের পর ২১ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। দুধ- মানুষের খাওয়ার জন্য দুগ্ধ উৎপাদনকারী পশুতে ব্যবহার করা যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১৫ মি.লি., ১০০ মি.লি. ও ৫০০ মি.লি. প্লাস্টিক বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন