পানিতে দ্রবণীয় পাউডার
গ্লুকোভেট
গ্লুকোজ ও ভিটামিন সি
উপাদান
প্রতি গ্রাম এ রয়েছে গ্লুকোজ ৯৮০ মি.গ্রা. এবং ভিটামিন সি ২০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
গ্লুকোভেট মুরগির বাচ্চার জন্য ব্যবহৃত তাৎক্ষণিক শক্তিদায়ক কার্যকর প্রিমিক্স।
নির্দেশনা
মুরগির বাচ্চার জন্য ব্যবহৃত ভিটামিন সি যুক্ত তাৎক্ষণিক শক্তিদায়ক প্রিমিক্স পরিবহনের কারণে সৃষ্ট পীড়ণ প্রতিরোধে মুরগির বাচ্চা, মাছ ও চিংড়ীকে সহায়তা করে।।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
পশুখাদ্যে/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
মুরগি: ৫০ গ্রাম/ লিটার পানিতে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্রæডিং শুরু করার প্রথম ২৪ ঘন্টা ধরে গঞ্জ কোভেট খাওয়াতে হবে।
• মাছ: প্রথম ৫ ঘন্টার পরিবহণে ১-২ গ্রাম/লিটার পানিতে এবং ৫ ঘন্টার বেশি পরিবহণে ২ গ্রাম/ লিটার পানিতে।
অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না।
খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কেজি স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন