Breaking

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

হেপাফিট ভেট_Hepafit Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন

হেপাফিট ভেট

সিন্থেটিক লিভার টনিক

উপাদান

প্রতি মি.লি. আছে সরবিটল ৫০০ মি. গ্রা., সোডিয়াম (ক্লোরাইড) ১৯ মি. গ্রা., ম্যাগনেশিয়াম (ক্লোরাইড) .০৪৫ মি. গ্রা., মিথিওনিন হাইড্রক্সি এনালগ ১৮.২৫ মি. গ্রা., কোলিন (ক্লোরাইড) ৮০ মি. গ্রা., এল-কার্নিটিন ২৫ মি. গ্রা., বিটেইন হাইড্রোক্লোরাইড ৩০ মি. গ্রা. এবং ভিটামিন পিপি (ভিটামিন বি৩) মি. গ্রা.

ফার্মাকোলজি

হেপাফিট ভেট, একটি লিভার টনিক যা পোল্ট্রি গবাদি পশুতে ফ্যাটি লিভার সিন্ড্রোম, যকৃতের অকার্যকারিতা বিপাকীয় সমস্যায় কার্যকর। সরবিটল সিক্রেটিন কলিসিস্টোকাইনিন হরমোন নিঃসরণ বৃদ্ধি করে যা পিত্ত পিত্ত লবণ নিঃসরণে সহায়তা করে। কলিসিস্টোকাইনিন প্যানক্রিয়েটিক এনজাইম অ্যামাইলেজ লাইপেজ নিঃসরণে সহায়তা করে। সরবিটল যকৃতের বিষক্রিয়া দূর করতে এবং যকৃত সুরক্ষাকারী কোষের অসমোরেগুলেটর হিসেবে কাজ করে। সোডিয়াম ক্লোরাইড শরীরে অম্ল- ক্ষার ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড শরীরে ইউরিয়া তৈরী, অতিরিক্ত অ্যামোনিয়া বের করতে স্ট্রেস দূর করতে সহায়তা করে। মিথিওনিন শরীরে বিভিন্ন ফসফোলিপিড তৈরীতে যকৃতের বিষক্রিয়া দূর করতে সহায়তা করে। কোলিন কোরাইড ফ্যাট মেটাবলিজম যকৃতে চর্বি জমতে বাধা দেয়। এল-কার্নিটিন বিপাকীয় শক্তি উৎপাদন, কোষ প্রাচীর সুরক্ষা রোগ প্রতিরোধে সহায়তা করে। বিটেইন লিপিড মেটাবলিজম অসমোরেগুলেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন পিপি (ভিটামিন বি৩) মেটাবলিক শক্তি উৎপাদন, কার্বোহাইড্রেট, প্রোটিন ফ্যাট মেটাবলিজমে সহায়তা করে।

নির্দেশনা

যকৃতের অকার্যকারিতা এবং ফ্যাটি লিভার সিন্ড্রোম প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

পশুখাদ্যে/পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।

পোষা পাখি: মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

ছোট পশু (বিড়াল/কুকুর): প্রতিদিন মি.লি. করে দিন খাওয়াতে হবে।

পোল্ট্রি: মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

> গরু: প্রতিটি গরুকে প্রতিদিন ৫০-১০০ মি.লি. করে দিন খাওয়াতে হবে।

ঘোড়া: প্রতিটি ঘোড়াকে প্রতিদিন ৫০ মি.লি. করে দিন খাওয়াতে হবে।

বাছুর: প্রতিটি বাছুরকে প্রতিদিন ২৫-৫০ মি.লি. করে দিন খাওয়াতে হবে।

> ভেড়া ছাগল: প্রতিটি ভেড়া/ছাগলকে প্রতিদিন মি.লি. করে দিন খাওয়াতে হবে।

হেপাফিট ভেট ১০ দিনের অধিক খাওয়ানো উচিত নয় অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: জানা যায়নি।

খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

জানা যায়নি।

সতর্কতা সাবধানতা

কোলোস্ট্রাম খাওয়ানোর পওে অথবা শুধুমাত্র দুধ বা দুধ প্রতিস্থাপনকারী খাওয়ানোর পরে, মুখে খাওয়ানোর জন্য উপযুক্ত ডিভাইস ব্যবহার করতে হবে।

মাত্রাধিক্য

নির্ধারিত মাত্রায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

প্রত্যাহারকাল

মাংস, দুধ ডিম- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি., ৫০০ মি.লি. লিটার প্লাস্টিক বোতল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *