Breaking

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

অরিটক্স-প্লাস ভেট_AURITOX-PLUS Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন 

অরিটক্স-প্লাস ভেট

টক্সিন বাইন্ডার

উপাদান

প্রতি ১০০ মি.লি. আছে বিটা গ০ কান ১৭. মি.গ্রা., মান্নান ওলিগোস্যাকারাইড ২২. মি.গ্রা., ইষ্ট এক্সট্রাক্ট ৩০ মি.গ্রা., সাইট্রিক এসিড ৮০০ মি.গ্রা., ফসফরিক এসিড ৬৫০ মি.গ্রা., ম্যালিক এসিড ১০০ মি.গ্রা., টারটারিক এসিড ১৫০ মি.গ্রা., এসপারটিক এসিড ২০ মি.গ্রা., স্যাকারোমাইসিস সেরিভিসি গ্রাম, সোডিয়াম সাইট্রেট ১০ মি.গ্রা., সোডিয়াম পটাসিয়াম টারট্রেট ১০ মি.গ্রা., থায়ামিন মনোনাইট্রেট ৩০ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ৩০ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২০০ মি.গ্রা., কপার পেন্টাসালফেট গ্রাম, প্রোপাইলিন øাইকল ১০ গ্রাম, ডাই সোডিয়াম ইডিটিএ ১৫০ মি.গ্রা.

ফার্মাকোলজি

বিটা-গঞ্জ কান ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল নিউট্রোফিলের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে এবং সাইটোকাইনের নিঃসরণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

মান্নান ওলিগোস্যাকারাইড মাইকোটক্সিন শোষণ, নিষ্ক্রিয় অথবা প্রশমিত করে। এটি অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার কলোনাইজেশনে বাধা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে। ম্যানোজ সুগার যকৃত থেকে ম্যানোজ বাইন্ডিং প্রোটিনের নিঃসরণকে উদ্দীপিত করে যা আক্রমণকারী ব্যাকটেরিয়া মাইকোটক্সিনকে বাইন্ড করে যক্তের ধকল কমায়।

অরগানিক এসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কলোনাইজেশনে বাধা দান, আন্ত্রিক গঠনের সুরক্ষা, পুষ্টিকণার ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য রূপান্তর হার উন্নতিতে সহায়তা করে।

স্যাকারোমাইসেস সেরিভেসি মাইকোটক্সিনকে বাইন্ড করে ননটক্সিক মেটাবোলাইটে রূপান্তরিত করে এবং অস্ত্র হতে শোষিত হতে দেয় না। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে, আন্ত্রিক মিউকোসার অখĐতা রক্ষা করে।

বিভিটামিন সমূহ "ce ায়বিক ক্রিয়া মেটাবোলিজম বৃদ্ধিতে ভূমিকা রাখে।

কপার পেন্টাসালফেট ছত্রাকের সংক্রমণ কমাতে সহায়তা করে।

নির্দেশনা

মাইকোটক্সিন শোষণ, নিষ্ক্রিয় অথবা প্রশমিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, টিকা প্রদান পরবর্তী এন্টিবডি টাইটার বৃদ্ধি করে, খাদ্য রূপান্তর হার (এফ সি আর) উন্নীত করে, উৎপাদন (মাংস এবং/ ডিম) বৃদ্ধি করে।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিন।

.২৫-. মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

ধকলের সময়: .- মি.লি./লিটার খাবার পানিতে মিশিয়ে - দিন খাওয়াতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া 

ঔষধের সাথে: ব্রোমহেক্সিন এন্টিবায়োটিক (যেমন- ইরাইথ্রোমাইসিন, সেফালেক্সিন, এমপিসিলিন, এমোক্সিসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন), নন-স্টেরয়ডাল এন্টিইনফ্লামেটরি (যেমন- ফিনাইলবিউটাজোন এবং অক্সিফিনাইলবিউটাজোন) ঔষধের সাথে ক্রিয়া করতে পারে।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

সতর্কতা সাবধানতা

প্রত্যাহারকাল

জানা যায়নি।

মাংস ডিম: (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম স্যাশেট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *