পানিতে দ্রবণীয় পাউডার
একমি'স এগ্ ফরমুলা ভেট
ভিটামিন ও মিনারেল
উপাদান
প্রতি গ্রাম পাউডার এ রয়েছে ভিটামিন এ ৩০০০ আই.ইউ, ভিটামিন ডি৩ ১০০০ আই.ইউ, ভিটামিন ই ২ মি.গ্রা., ভিটামিন কে৩ ২ মি.গ্রা., ভিটামিন বি১ ০.৫ মি.গ্রা., ভিটামিন বি২ ২ মি.গ্রা., ভিটামিন বি৬ ০.৩ মি.গ্রা., ভিটামিন সি ১০ মি.গ্রা., ভিটামিন বি১২ ২.২ মা.গ্রা., নিকোটিনামাইড ১৫ মি.গ্রা., ফলিক এসিড ০.১ মি.গ্রা., ক্যালসিয়াম প্যানটোথেনেট ৫ মি.গ্রা.।
ফার্মাকোলজি
একমি'স এগ্ ফরমুলা ভেট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পোডাক্ট যা উৎপাদন বৃদ্ধিতে, ডিমপাড়া মুরগির উৎপাদন হঠাৎ হ্রাস পাওয়া প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর ভূমিকা রাখে।
নির্দেশনা
উৎপাদন বৃদ্ধিতে, ডিমপাড়া মুরগির উৎপাদন হঠাৎ হ্রাস পাওয়া প্রতিরোধ ও প্রতিকারে, যে কোন প্রকার ধকলে (টিকাদান, তাপমাত্রার পরিবর্তন, ঠোঁট কাটা ইত্যাদি), পুলেট মুরগি প্রথম উৎপাদনে আসার সময়, কিছু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ যেমন-সালমোনেলোসিস, ফাউল কলেরা, সি.আর.ডি, কলিব্যাসিলোসিস এবং কিছু ভিটামিনের অভাবজনিত সমস্যার প্রতিরোধ ও প্রতিকারে।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
উৎপাদন শুরুর মুহুর্তে: ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রথম ৫ সপ্তাহ এবং পরবর্তীতে ১ গ্রাম/ ৩-৪ লিটার পানিতে মিশিয়ে, প্রতিমাসে একবার পরপর ৫ দিন
খাওয়াত হবে।
উৎপাদন হ্রাস পেলে বা হঠাৎ থেমে গেলে: ডিম উৎপাদন বৃদ্ধির জন্য ১ গ্রাম/ ২-৩ লিটার পানিতে মিশিয়ে, পরপর ৫-৭ দিন খাওয়াত হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম ও ১ কেজি স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন