BetaMax Vet
BetaMax® Vet পোল্ট্রিতে স্ট্রেস ম্যাসেজ করার একটি সল্যুশন। এতে ৪৭% বিটেইন (Betain) রয়েছে। অর্থাৎ প্রতি ১ মিলি দ্রবণে বিটেইন রয়েছে ৪৭০ মি.গ্রা।
BetaMax® Vet কিভাবে কাজ করেঃ
·
ক্ষুদ্রান্তের পানি ধরে রাখার সক্ষমতা বাড়িয়ে স্ট্রেস-এর প্রভাবকে কমিয়ে রাখে
·
BetaMax® Vet মিথাইল ডোনার হিসেবে কাজ করে ফলে খাদ্যের মিথিওনিন ও কোলিন ক্লোরাইড-এর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে খাদ্যের খরচ কমায়।
·
BetaMax® Vet এন্টিকক্সিডিয়াল ড্রাগের সাথে যুগপদ কাজ করে এর কার্যকারিতা বাড়িয়ে দেয়।
·
BetaMax® Vet শরীরে শক্তি এবং পুষ্টি উপাদান পুনঃবন্টন করে যা শরীরে চর্বির বিন্যাসকে উন্নত করে মাংসের গুণাগুণ বৃদ্ধি করে।
কী কী কাজে BetaMax® Vet ব্যবহার করতে পারেনঃ
·
পোল্ট্রিতে হিট স্ট্রেস মোকাবিলা করার সক্ষমতা বাড়াতে
·
ক্ষুদ্রান্তের পানি ধরে রাখার ক্ষমতা বাড়াতে
·
এন্টিকক্সিডিয়াল ড্রাগের কার্যকারিতা বাড়াতে
·
মিথিওনিন ও কোলিন ক্লোরাইড রিপ্লেস করে থাদ্যের আংশিক খরচ কমাতে
·
ফ্যাটি লিভার সিন্ড্রোম থেকে সুরক্ষা দিতে
·
পোল্ট্রির ওজন বৃৃদ্ধিতে ও মাংসের গুণাগুণ বাড়াতে।
BetaMax® Vet ব্যবহার প্রণালীঃ
এতসব গুণাগুণ পেতে BetaMax® Vet ব্যবহার করতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ নিম্নোক্ত পরামর্শ দিয়েছেনঃ
পরিবেশের তাপমাত্রা |
ডোজ |
তাপমাত্রা ২৫০ সে. এর বেশি হলে |
১মিলি/১ লিঃ পানিতে |
তাপমাত্রা ৩৫০ সে. এর বেশি হলে |
১মিলি/২ লিঃ পানিতে |
অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শক্রমে ব্যবহার করবেন।
প্যাক সাইজঃ
১০০মিলি ও ৫০০মিলি বোতলে পাওয়া যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন