ডব্লিউএসপি
পেরাভেট
পাইপেরাজিন সাইট্রেট ইউএসপি
উপাদান
প্রতি গ্রাম এ রয়েছে পাইপেরাজিন সাইট্রেট ইউএসপি ১ গ্রাম।
ফার্মাকোলজি
পেরাভেট (পাইপেরাজিন সাইট্রেট) একটি কৃমিনাশক ঔষধ, যা পোল্ট্রি ও গবাদি পশুতে কৃমিজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার্য। ইহা প্রাপ্ত বয়স্ক কৃমি এবং কিছু বিবর্তনশীল কৃমির বিরুদ্ধে কার্যকর। পেরাভেট (পাইপেরাজিন) পরজীবীকে প্যারালাইসিস করে দেয়, যা পরে অন্ত্রের পেরিস্ট্যালটিক মুভমেন্টের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।
নির্দেশনা
পোল্ট্রি: পেরাভেট (পাইপেরাজিন) পোল্ট্রির গোলকৃমি, যেমন- অ্যাসক্যারিডিয়া গ্যালি, হেটেরাকিস গ্যালিনেরাম, সিনগামাস ট্র্যাকিয়া ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় কার্যকর। গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, ছাগল, কুকুর ও বিড়াল: পেরাভেট (পাইপেরাজিন) গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, ছাগল, কুকুর ও বিড়াল এর গোলকৃমি দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় কার্যকর। মাইকোপ্লাজমা প্র., পাশুরেলা প্র. ইত্যাদি দ্বারা ঘটিত শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
• ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
• পোল্ট্রি:: ১ গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
• গরু, মহিষ ও ঘোড়া: ১-২ গ্রাম/১০ কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে।
• ভেড়া ও ছাগল:: ৩-৫ গ্রাম/১০ কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে।
• কুকুর ও বিড়াল: :১১০-২২০ মি. গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে। অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ল্যাক্সেটিভ: পাইপেরাজিন ও ল্যাক্সেটিভ একত্রে ব্যবহার করলে পাইপেরাজিনের কার্যকারিতা কমে যেতে পারে। পাইরানটেল/মোরানটেল: পাইপেরাজিন ও পাইরানটেল/ মোরানটেল এর অ্যান্টাগোনিস্টিক ক্রিয়া রয়েছে এবং একত্রে ব্যবহার করা উচিত নয়।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী পশু: পেরাভেট (পাইপেরাজিন) গর্ভবতী পশুতে ব্যবহার করা নিরাপদ। দুগ্ধবতী পশু: জানা যায়নি। তবে, ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী পশুতে ঔষধ ব্যবহার করা উচিত।
সতর্কতা ও সাবধানতা
ঔষধ প্রয়োগের ১২ ঘণ্টা পূর্বে খাবার এবং পানি বন্ধ রাখতে হবে।
মাত্রাধিক্য
অত্যধিক মাত্রাধিক্যের কারণে পক্ষাঘাত ও মৃত্যু হতে পারে। লক্ষণজনিত ও সহযোগী চিকিৎসা নির্দেশিত।
প্রত্যাহারকাল
পোল্ট্রি: মাংস- ২ দিন। ডিম- ২ দিন। গবাদি পশু: মাংস- ১.৫ দিন। দুধ- ১ দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০×১০ গ্রাম ও ১০০ গ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন