পানিতে দ্রবণীয় পাউডার
মক্সিলিন-সিভি ভেট
অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট ও ক্ল্যাভুলেনিক এসিড
উপাদান
প্রতি গ্রামে আছে অ্যামোক্সিসিলিন (ট্রাইহাইড্রেট বিপি হিসাবে) ১০০ মি.গ্রা. এবং ক্ল্যাভুলেনিক এসিড (ডাইলুটেড পটাসিয়াম ক্ল্যাভুলেনেট বিপি হিসাবে) ২৫ মি.গ্রা.।
ফার্মাকোলজি
অ্যামোক্সিসিলিন একটি সেমিসিন্থেটিক বিস্তৃত বর্ণালীর পেনিসিলিন। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। অ্যামোক্সিসিলিন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করে। ক্ল্যাভুলেনিক এসিড বিটা-ল্যাকটামেজ এনজাইম এর সাথে যুক্ত হয়ে অ্যামোক্সিসিলিনের বিটা-ল্যাকটাম রিং ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে।
নির্দেশনা
পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের সংক্রমণ, যেমন- কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, সংক্রামক করাইজা, নেক্রোটিক এন্টারাইটিস, স্ট্রেপ্টোকোক্কোসিস, স্ট্যাফাইলোকোক্কোসিস ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।
এছাড়া এটি ভাইরাসজনিত সংক্রমণ যেমন- গামবোরো (আইবিডি), রাণীক্ষেত (এনডিভি) ইত্যাদি ক্ষেত্রে সৃষ্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার্য।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
পোল্ট্রি: ১ গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: ক্লোরামফেনিকল, ইরাইথ্রোমাইসিন ও অন্যান্য ম্যাক্রোলিস, টেট্রাসাইক্লিন এবং সালফোনামাইডের সাথে একত্রে ব্যবহার উচিত নয়। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
পেনিসিলিন খরগোশ, গিনিপিগ, হ্যামস্টার ইত্যাদিতে প্রয়োগ উচিত নয়।
মাত্রাধিক্য
মাত্রাধিক ব্যবহারে পরিপাকতন্ত্রের অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
প্রত্যাহারকাল
মাংস- এই ঔষধ সেবনের পর ২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ডিম- মানুষের খাওয়ার জন্য ডিম উৎপাদনকারী হাঁস/মুরগীতে ব্যবহার উচিত নয়।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০ গ্রাম ও ১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন