পানিতে দ্রবণীয় পাউডার
মক্সিলিন ভেট ডিএস
অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট
উপাদান
প্রতি গ্রাম এ রয়েছে অ্যামোক্সিসিলিন (অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি হিসেবে) ৩০০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
অ্যামোক্সিসিলিন একটি সেমিসিন্থেটিক বিস্তৃত বর্ণালীর পেনিসিলিন, যা গ্রাম-পজেটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করতে কার্যকর। ইহা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
নির্দেশনা
পোল্ট্রি: পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, যেমন- কলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, নেক্রোটিক এন্টারাইটিস, ইনফেকশাস করাইজা, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, স্ট্রেপ্টোকক্কোসিস ও স্ট্যাফাইলোকক্কোসিস ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত। এছাড়া ভাইরাসজনিত রোগ, যেমন- রাণীক্ষেত ও গামবোরো ইত্যাদি ক্ষেত্রে সৃষ্ট দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার্য।
বাছুর, ছাগল, ভেড়া, কুকুর ও বিড়াল: পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্রের এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে নির্দেশিত।
মাছ: গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মাছের বিভিন্ন রোগ, যেমন- ক্ষত রোগ, পাখনা পচা ও ফুলকা পচা ইত্যাদির চিকিৎসায় ব্যবহার্য।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের
প্রয়োঘ পথ:
শুধুমাত্র
মুখে খাওয়ানোর জন্য।
• পোল্ট্রি: ১ গ্রাম/৩-৫ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
• বাছুর: ২৫-৪৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে ৫ দিন খাওয়াতে হবে।
• ছাগল ও ভেড়া: ১০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিনে দুইবার করে ৩-৫ দিন খাওয়াতে হবে।
• কুকুর ও বিড়াল: ৩০-৬০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে ৫ দিন খাওয়াতে হবে। অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: ক্লোরামফেনিকল, ইরাইথ্রোমাইসিন ও অন্যান্য ম্যাক্রোলাইড, টেট্রাসাইক্লিন এবং সালফোনামাইড ইত্যাদি ঔষধের সাথে অ্যামোক্সিসিলিন ব্যবহারে ইহার কার্যকারিতা হ্রাস পেতে পারে।।
খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
গর্ভবতী পশুতে ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা ও সাবধানতা
মক্সিলিন ভেট ডিএস পানিতে মিশানোর পর ১২ ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে।
মাত্রাধিক্য
এলার্জিক প্রতিক্রিয়া, 'ce ায়ুতন্ত্রে উত্তেজনা ও খিঁচুনি হতে পারে।
প্রত্যাহারকাল
মাংস: এই ঔষধ সেবনের পর ২৮ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না এবং দুধ: এই ঔষধ সেবনের পর ১০ দিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম এবং ৫০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন