Breaking

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ই-ভেট প্লাস_E-Vet Plus Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন

-ভেট প্লাস

ভিটামিন এবং সেলেনিয়াম

উপাদান

প্রতি মি.লি. রয়েছে ভিটামিন ১০০ মি.গ্রা., সোডিয়াম সেলেনাইট . মি.গ্রা.

ফার্মাকোলজি

-ভেট প্লাস ভিটামিন এবং সেলিনিয়ামের সমন্বয়ে গঠিত যা প্রজনন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি চিকিৎসায় এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ণ প্রতিরোধ চিকিৎসায় ব্যবহৃত হয়।

নির্দেশনা

গবাদি প্রাণি হাঁস-মুরগির ভিটামিন এবং/অথবা সেলিনিয়ামের অভাবজনিত লক্ষণ রোগ যেমন-মাসকুলার ডিসট্রফি, এন্সেফালো ম্যালাসিয়া, এক্সডেটিভ ডায়াথেসিস, ডিমের এবং ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে যাওয়া, প্রজনন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি চিকিৎসায় এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ণ প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

হাঁস, মোরগ-মুরগি:

রোগ প্রতিরোধে: মি.লি. প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে -১০ দিন খাওয়াতে হবে।

চিকিৎসায়: মি.লি. প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে দিন খাওয়াতে হবে।

গরু, মহিষ, বাছুর, ভেড়া ০৪ - মি.লি. প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য, -১০ দিন খাওয়াতে হবে।

ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাওয়াতে হবে।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

সলিউশনের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর বোটলের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

ডিম, মাংস- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি., ৫০০ মি.লি. লিটার প্লাস্টিক বোতল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *