ওরাল সলিউশন
ই-ভেট প্লাস
ভিটামিন ই এবং সেলেনিয়াম
উপাদান
প্রতি মি.লি. এ রয়েছে ভিটামিন ই ১০০ মি.গ্রা., সোডিয়াম সেলেনাইট ০.৫ মি.গ্রা.।
ফার্মাকোলজি
ই-ভেট প্লাস ভিটামিন ই এবং সেলিনিয়ামের সমন্বয়ে গঠিত যা প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি ও চিকিৎসায় এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ণ প্রতিরোধ চিকিৎসায় ব্যবহৃত হয়।
নির্দেশনা
গবাদি প্রাণি ও হাঁস-মুরগির ভিটামিন ই এবং/অথবা সেলিনিয়ামের অভাবজনিত লক্ষণ ও রোগ যেমন-মাসকুলার ডিসট্রফি, এন্সেফালো ম্যালাসিয়া, এক্সডেটিভ ডায়াথেসিস, ডিমের এবং ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে যাওয়া, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি ও চিকিৎসায় এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ণ প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।
হাঁস, মোরগ-মুরগি:
রোগ প্রতিরোধে: ১ মি.লি. প্রতি ৪ লিটার খাবার পানিতে মিশিয়ে ৫-১০ দিন খাওয়াতে হবে।
চিকিৎসায়: ১ মি.লি. প্রতি ২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে।
গরু, মহিষ, বাছুর, ভেড়া ০৪ ১-২ মি.লি. প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য, ৫-১০ দিন খাওয়াতে হবে।
ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাওয়াতে হবে।
অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: অনুমোদিত মাত্রায় অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
প্রযোজ্য নয়।
সতর্কতা ও সাবধানতা
সলিউশনের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর বোটলের মুখ ভালভাবে বন্ধ রাখুন।
মাত্রাধিক্য
জানা যায়নি।
প্রত্যাহারকাল
ডিম, মাংস- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি., ৫০০ মি.লি. ও ১ লিটার প্লাস্টিক বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন