লিকুইড ফিড এডিটিভ
অ্যামোকিওর ভেট
ইউকা সিডিজেরা
উপাদান
প্রতি মি. লি. এ রয়েছে ইউকা সিডিজেরা নি ৫০০ মি.গ্রা.।
ফার্মাকোলজি
অ্যামোনিয়া মাছ ও পোল্ট্রির জন্য একটি ক্ষতিকারক গ্যাস। ইউরেজ এনজাইম ইউরিয়া ও অন্যান্য নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। অ্যামোকিওর ভেট উচ্চ প্রযুক্তিতে তৈরী একটি ফিড এডিটিভ যা ইউরেজ এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে অ্যামোনিয়া তৈরী ব্যাহত করে।
নির্দেশনা
মাছ ও চিংড়ি
পুকুর হতে বিষাক্ত গ্যাস বিশেষ করে অ্যামোনিয়াকে দূর করে
পরিবহণ ও বাজারজাতকরণে জীবন্ত মাছের জৈব বর্জ্যে সৃষ্ট অ্যামোনিয়া গ্যাস দূর করে
পানির গুণগতমান ঠিক রাখে
প্লাঙ্কটন তৈরীতে সাহায্যের মাধ্যমে প্রাকৃতিক খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখে
দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে
খাদ্য রূপান্তর হার উন্নীত করে
পোল্ট্রি
পোল্ট্রির অস্ত্র ও লিটার হতে নির্গত বিষাক্ত গ্যাস বিশেষ করে অ্যামোনিয়াকে দূর করে
এসাইটিস জনিত মৃত্যুহার কমায়
খাদ্য রূপান্তরের হার উন্নীত করে
ওজন বৃদ্ধি করে
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
মাছ ও চিংড়ি: ৩-৪ ফুট গভীরতার প্রতি শতাংশ পুকুরে ২-৩ মি.লি.। ২-৩ সপ্তাহ পর পুনরায় প্রয়োগ করতে হবে।
খাদ্যে: ১-২ মি.লি. / কেজি খাদ্যে
জীবন্ত মাছ পরিবহণ ও বাজারজাতকরণে: ১-২ মি.লি./৫০০০ লিটার পানিতে।
অথবা, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
পোল্ট্রি: ১ মি.লি. অ্যামোকিওর ভেট প্রতি ১০ লিটার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে।
পোল্ট্রি লিটার: ১ মি.লি. অ্যামোকিওর ভেট প্রতি ৮০ মি.লি. পানির সাথে ভালভাবে মিশিয়ে ১০ বর্গফুট জায়গায় সপ্তাহে ২ বার স্প্রে করতে হবে।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: জানা যায়নি। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
জানা যায়নি।
সতর্কতা ও সাবধানতা
নেই।
মাত্রাধিক্য
নেই।
প্রত্যাহারকাল
নেই।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০°সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ মি.লি. বোতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন