Breaking

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

একমিটিল ভেট_Acmetil Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার

ওরাল সলিউশন

একমিটিল ভেট

টিলমিকোসিন ফসফেট আইএনএন

উপাদান

প্রতি মি.লি. এ রয়েছে টিলমিকোসিন (টিলমিকোসিন ফসফেট আইএনএন হিসেবে) ২৫০ মি.গ্রা.।

ফার্মাকোলজি

একমিটিল ভেট একটি বিস্তৃত বর্ণালীর সেমিসিন্থেটিক ব্যাকটেরিয়া বিধ্বংসী ম্যাক্রোলাইড গ্রুপের এন্টিবায়োটিক। এটি রাইবোসোমের ৫০এস সাবইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে।

নির্দেশনা

পোল্ট্রি: জীবাণুঘটিত রোগসমূহ, যেমন- মাইকোপ্লাজমোসিস, ফাউল কলেরা ও ইনফেকশাস করাইজা ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।

বাছুর: অ্যাক্টিনোব্যাসিলাস প্লুরোনিউমোনি, অ্যাক্টিনোমাইসেস পায়োজেনিস ও ম্যানহেমিয়া হিমোলাইটিকা ইত্যাদি দ্বারা ঘটিত শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত।

প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি

ঔষধের প্রয়োেগ পথ: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।

পোল্ট্রি: ১ মি.লি./৩ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩ দিন খাওয়াতে হবে।

বাছুর:: ১ মি.লি./২০ কেজি দৈহিক ওজন হিসেবে ৩-৫ দিন খাওয়াতে হবে।

Or, অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

ঔষধের সাথে: অন্যান্য ম্যাক্রোলাইড ও লিনকোস্যামাইড এর সাথে একত্রে ব্যবহার করা প্রতিনির্দেশিত। খাবার ও অন্যান্যের সাথে: জানা যায়নি।

গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার

ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত।

সতর্কতা ও সাবধানতা

ঘোড়া বা ঘোড়া গোত্রীয় পশুকে টিলমিকোসিন মিশ্রিত পানি পান করা থেকে বিরত রাখতে হবে।

মাত্রাধিক্য

পোল্ট্রিতে অনুমোদিত মাত্রার চেয়ে ৫ গুণ বেশি মাত্রায় ব্যবহারের পরেও মাত্রাধিক্যের কোনোরূপ লক্ষণ পরিলক্ষিত হয়নি। বাছুরে অনুমোদিত মাত্রার চেয়ে ৫ গুণ বেশি মাত্রায় ব্যবহারের পরেও দুধ সেবন সামান্য হ্রাস ব্যতিত মাত্রাধিক্যের কোনোরূপ লক্ষণ পরিলক্ষিত হয়নি।

প্রত্যাহারকাল

পোল্ট্রি: মাংস- এই ঔষধ সেবনের পর ১২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

বাছুর:মাংস- এই ঔষধ সেবনের পর ৪২ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০ ডিগ্রি সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ মি.লি. বোতল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *