Breaking

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

একমিজাইম ভেট_ACMEZYME Vet ঔষধ পরিচিতি ও ব্যাবহার (হজমশক্তি বৃদ্ধি)

প্রিমিক্স

একমিজাইম ভেট

মাল্টি এনজাইম

উপাদান

প্রতি ১০০ গ্রাম পাউডার রয়েছে

সেলুলেজ ২০,০০০ আইইউ.; জাইলানেজ ,০০,০০০ আইইউ,; প্রোটিয়েজ ২০ আইইউ.; এমাইলেজ ৪০,০০০ আইইউ,; ফাইটেজ ২০ আইইউ.; পেক্টিনেজ ১৪০০ আইইউ.; ইনভারটেজ ৪০০ আইইউ.; হেমিসেলুলেজ ৫০০ আইইউ,; লাইপেজ ২০ আইইউ.; আলফা-গ্যালাকটোসাইডেজ ১০০ আইইউ।

ফার্মাকোলজি

নির্দেশনা

হজমশক্তি বৃদ্ধির মাধ্যমে খাদ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে

খাদ্য রূপান্তর হার উন্নীত করতে

আদ্রর্তাযুক্ত মল এবং দুর্গন্ধ দূর করতে

অ্যামোনিয়া গ্যাসের প্রকোপ হ্রাস করতে

সুষম দৈহিক বৃদ্ধি অধিক ডিম উৎপাদন নিশ্চিত করতে

বদহজমজনিত ডায়রিয়া প্রতিরোধ চিকিৎসায়

যে কোন প্রকার ধকল প্রতিরোধে

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

শুধুমাত্র পোল্ট্রি খাদ্যে ব্যবহারের জন্য।

পোল্ট্রি: .-. গ্রাম/কেজি খানে অথবা .- গ্রাম/লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। অথবা,

রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

মাছ: .- গ্রাম/কেজি খাদ্যে মিশিয়ে খাওয়াতে হবে।

অথবা, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

জানা যায়নি।

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

জানা যায়নি।

সতর্কতা সাবধানতা

প্রিমিক্স শুঁকবেন না। প্রতিবার ব্যবহারের পর স্যাশেটটি ভালোভাবে বন্ধ করে রাখুন।

মাত্রাধিক্য

জানা যায়নি।

প্রত্যাহারকাল

মাংস ডিম- (শূন্য) দিন। মাছ- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০ গ্রাম, ৫০০ গ্রাম ১০ কেজি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *