Breaking

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

Vita-3 Powder_ভিটা-৩ পাউডার ঔষধ পরিচিতি ও ব্যাবহার

Vita-3 Powder_ভিটা- পাউডার_ হাসঁ-মুরগি,বাছুরের প্যারালাইসিস, ঘাড় বাঁকা নখ বাঁকা প্রতিরোধ করে।

ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং ভিটামিন বি৬

উপাদান

প্রতি ১০০ গ্রাম পাউডারে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড (বি১) . গ্রাম, রিবোফ্লাভিন (বি২ . গ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড (বি৬) . গ্রাম।

ফার্মাকোলজি

ভিটা- ভেট-মুরগীর স্নায়বিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, ঠোট পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া বিভিন্ন রোগের বিরুদ্ধে কার্যকর।

নির্দেশনা

হাঁস এবং মোরগ-মুরগির ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং ভিটামিন বি৬ এর অভাবজনিত সমস্যা যেমন-স্নায়বিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, ঠোট পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া এবং বিভিন্ন রোগের কারণে নিস্তেজ হয়ে যাওয়া ইত্যাদি রোগের প্রতিরোধ চিকিৎসায় ভিটা- ভেট নির্দেশিত।

প্রয়োগমাত্রা প্রয়োগবিধি

ঔষধ প্রয়োগের পথ: শুধুমাত্র মুখে খাওয়ার জন্য।

গ্রাম পাউডার লিটার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে।

গ্রাম পাউডার লিটার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে।

ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে খাইয়ে ফেলতে হবে।

অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

ঔষধের মিথস্ক্রিয়া

অন্য ঔষধের সাথে ক্রিয়া করে না। অনুমোদিত মাত্রায়

গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার

প্রযোজ্য নয়।

সতর্কতা সাবধানতা

পাউডারের গন্ধ শুকবেন না। ব্যবহারের পর খোলা স্যাশেটের মুখ ভালভাবে বন্ধ রাখুন।

মাত্রাধিক্য

মাত্রাধিক্যের কারণে হাইপারভিটামিনোসিস হতে পারে।

প্রত্যাহারকাল

মাংস ডিম- (শূন্য) দিন।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

মোড়কজাতকরণ

১০০১০ গ্রাম স্যাশেট ১০০ গ্রাম কন্টেইনার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Amprol-EP Vet এর কাজ কি?

Blog Archive

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *