ডব্লিউএসপি
নেফগার্ড ভেট
মেথেনামিন ইউএসপি, ভিটামিন বি১, ভিটামিন বি২ ও ভিটামিন কেও
উপাদান
প্রতি গ্রাম এ রয়েছে মেথেনামিন ইউএসপি ৯৫০ মি.গ্রা., থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি (ভিটামিন বি১) ৮ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন বিপি (ভিটামিন বি২) ১ মি.গ্রা. ও মেনাডিওন সোডিয়াম বাইসালফেট বিপি হিসেবে (ভিটামিন কে৩) ২ মি.গ্রা.।
ফার্মাকোলজি
মেথেনামিন একটি ইউরিনারী অ্যান্টিসেপটিক। ইহা অস্ত্র থেকে দ্রæত শোষিত হয়। মূত্রের অ০০ ীয় অবস্থায় মেথেনামিন বিশ্লিষ্ট হয়ে ফরমালডিহাইডে রূপান্তরিত হয়, যা অত্যন্ত কার্যকর একটি অ্যান্টিসেপটিক। ইহা মূত্রবর্ধক হিসেবেও কাজ করে। ভিটামিন বি১ এবং বি২ বিভিন্ন ধরনের রোগ ও ধকলের কারণে সৃষ্ট বিপাকীয় রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভ. মিকা পালন করে। ভিটামিন কে রক্ত ক্ষরণ প্রতিরোধ করে।
নির্দেশনা
মূত্রতন্ত্রের সংক্রমণ (যেমন- নেফ্রাইটিস, সিস্টাইটিস ইত্যাদি) ক্ষেত্রে নির্দেশিত এবং অ্যাসাইটিস, গাউট, ঔষধজনিত বিষক্রিয়া, গামবোরো ইত্যাদি ক্ষেত্রে সহযোগী হিসেবে কার্যকর
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি
ঔষধের প্রয়োেগ পথ- শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
পোল্ট্রি: ১ গ্রাম/লিটার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
গবাদি পশু: দৈনিক ১ গ্রাম/১০ কেজি দৈহিক ওজনের জন্য ৭ দিন খাওয়াতে হবে।
অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ঔষধের মিথস্ক্রিয়া
ঔষধের সাথে: মেথেনামিন সালফোনামাইডের সাথে বিক্রিয়া করে সালফোনামাইড- ফরমালডিহাইডের অদ্রবণীয় তলানি তৈরি করে বিধায় মেথেনামিন ও সালফোনামাইড একত্রে ব্যবহার করা উচিত নয়। খাবার ও অন্যান্যের সাথে: নাই।
গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার
ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত।
সতর্কতা ও সাবধানতা
বৃক্ক ও যকৃতের কার্যকারিতায় মারাত্মক সমস্যা আছে এবং তীব্র পানিস্বল্পতায় ভুগছে এমন পশু ও পোল্ট্রিতে ব্যবহার করা যাবে না।
মাত্রাধিক্য
মাত্রাধিক্যের ক্ষেত্রে লক্ষণজনিত চিকিৎসা নির্দেশিত।
প্রত্যাহারকাল
মাংস, দুধ ও ডিম- ০ (শূন্য) দিন।
সংরক্ষণ
আলো থেকে দূরে, ৩০° সে তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
মোড়কজাতকরণ
১০০ গ্রাম স্যাশেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন